Ajker Patrika

নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ১২
নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলাদা অনুষ্ঠানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানেরা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়।

চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। অপরদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দশটি ইউনিয়নের ৯০ জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, ভাইস চেয়ারম্যান মো. আখতারুজজামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ।

ইউনিয়নগুলো হলো বল্লা, সহদেবপুর, কোকডহড়া, পাইকড়া, নাগবাড়ি, নারান্দিয়া, সল্লা, দশকিয়া, দুর্গাপুর, গোহালিয়াবাড়ি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত