নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশি-বিদেশি সমালোচনার মুখে ব্যবসা টিকিয়ে রাখতে পরিবেশবান্ধব কারখানা নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন বাংলাদেশের কারখানা মালিকেরা। রানা প্লাজা বিপর্যয়ের পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা তৈরি পোশাক খাত এখন শিল্পকারখানায় গো-গ্রিনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পরিবেশবান্ধব কারখানার মুকুট এখন বাংলাদেশের। তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য খাতে এখনো যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সার্টিফিকেশন পেয়েছে বাংলাদেশের ১৮৮টি কারখানা। লিড সনদে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০টি তৈরি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেই আছে ৮টি।
এ বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাত ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে। তখন ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। তখন আমরা দেশের অর্থনীতি ও পোশাক কারখানায় শ্রমিকের কর্মপরিবেশ নিরাপদ রাখার জন্য বিনিয়োগ করা শুরু করি। বাংলাদেশ এখন বিশ্বে সবুজ কারখানা প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে।’
বিজিএমইএ জানিয়েছে, বিশ্বের শীর্ষ ১০০টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশেই আছে ৫০টি। চলতি বছরে এই পর্যন্ত পাঁচটি কারখানা ইউনিট এলইইডি সার্টিফিকেশন পেয়েছে। নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত আমানত শাহ ফেব্রিকসে বছরের প্রথম এলইইডি সার্টিফিকেট পাওয়া কারখানা।
ইউএসজিবিসি তথ্য অনুসারে, বর্তমানে দেশের পোশাকশিল্পে প্ল্যাটিনাম ক্যাটাগরির কারখানা আছে ৬৪টি, গোল্ড ১১০টি, সিলভারে ১০টি ও আরও চারটি এলইইডি প্রত্যয়ন পেয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিটে নিজেদের অবস্থান সুসংহত করেছে। এর বাইরে ৫৫০টি কারখানা হয় নিবন্ধিত বা ইউএসজিবিসির এলইইডি সার্টিফিকেশনের অপেক্ষায় রয়েছে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি কলকারখানার পাশাপাশি বাণিজ্যিক ভবন, স্কুল, হাসপাতাল, বাড়ি, বিক্রয়কেন্দ্র, প্রার্থনার কেন্দ্রকে পরিবেশবান্ধব স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়। লিড সনদের জন্য ১১০ পয়েন্টের মধ্যে ৮০-এর ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ মেলে।
২০১২ সালে বাংলাদেশে প্রথম পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি মেলে পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে। পাবনার ঈশ্বরদী ইপিজেডে তাঁর প্রতিষ্ঠিত ভিনটেজ ডেনিম স্টুডিও এই মর্যাদা লাভ করে।
দেশি-বিদেশি সমালোচনার মুখে ব্যবসা টিকিয়ে রাখতে পরিবেশবান্ধব কারখানা নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন বাংলাদেশের কারখানা মালিকেরা। রানা প্লাজা বিপর্যয়ের পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা তৈরি পোশাক খাত এখন শিল্পকারখানায় গো-গ্রিনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পরিবেশবান্ধব কারখানার মুকুট এখন বাংলাদেশের। তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য খাতে এখনো যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সার্টিফিকেশন পেয়েছে বাংলাদেশের ১৮৮টি কারখানা। লিড সনদে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০টি তৈরি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেই আছে ৮টি।
এ বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাত ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে। তখন ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। তখন আমরা দেশের অর্থনীতি ও পোশাক কারখানায় শ্রমিকের কর্মপরিবেশ নিরাপদ রাখার জন্য বিনিয়োগ করা শুরু করি। বাংলাদেশ এখন বিশ্বে সবুজ কারখানা প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে।’
বিজিএমইএ জানিয়েছে, বিশ্বের শীর্ষ ১০০টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশেই আছে ৫০টি। চলতি বছরে এই পর্যন্ত পাঁচটি কারখানা ইউনিট এলইইডি সার্টিফিকেশন পেয়েছে। নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত আমানত শাহ ফেব্রিকসে বছরের প্রথম এলইইডি সার্টিফিকেট পাওয়া কারখানা।
ইউএসজিবিসি তথ্য অনুসারে, বর্তমানে দেশের পোশাকশিল্পে প্ল্যাটিনাম ক্যাটাগরির কারখানা আছে ৬৪টি, গোল্ড ১১০টি, সিলভারে ১০টি ও আরও চারটি এলইইডি প্রত্যয়ন পেয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিটে নিজেদের অবস্থান সুসংহত করেছে। এর বাইরে ৫৫০টি কারখানা হয় নিবন্ধিত বা ইউএসজিবিসির এলইইডি সার্টিফিকেশনের অপেক্ষায় রয়েছে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি কলকারখানার পাশাপাশি বাণিজ্যিক ভবন, স্কুল, হাসপাতাল, বাড়ি, বিক্রয়কেন্দ্র, প্রার্থনার কেন্দ্রকে পরিবেশবান্ধব স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়। লিড সনদের জন্য ১১০ পয়েন্টের মধ্যে ৮০-এর ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ মেলে।
২০১২ সালে বাংলাদেশে প্রথম পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি মেলে পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে। পাবনার ঈশ্বরদী ইপিজেডে তাঁর প্রতিষ্ঠিত ভিনটেজ ডেনিম স্টুডিও এই মর্যাদা লাভ করে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫