Ajker Patrika

খুলনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৩৮
খুলনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

খুলনা জেলা পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরের জন্য এইচএসসি অধ্যয়নরত খুলনা জেলার মোট ৭৫৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে এ বৃত্তি দেওয়া হয়। বৃত্তির আওতায় জন পেয়েছেন প্রতি দুই হাজার টাকা করে।

এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তির অর্থ বিতরণ করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে তিনি বৃত্তির অর্থ কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পরে দুপুর ১টায় খুলনা জেলা পরিষদ পরিচালিত করনেশন কারিগরি বিদ্যালয়ের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রসহ প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ