Ajker Patrika

চিতলমারীতে ডিসির স্বাক্ষর জাল, আটক ১

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭: ০৯
চিতলমারীতে ডিসির স্বাক্ষর জাল, আটক ১

বাগেরহাটের চিতলমারীতে শিকস্তি (সরকারি স্বার্থ সংশ্লিষ্ট) জমির ধরন পরিবর্তন করে বিলান লিখে সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া সই মহরীর পরচা বানিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ (দাখিলা) কাটার চেষ্টাকালে বিকুল বাওয়ালী (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ তাঁকে বাগেরহাট আদালতে পাঠায়। আটক বিকুল বাওয়ালী চরবানিয়ারী বাওয়ালী পাড়ার বাসিন্দা। এ ঘটনায় চরবানিয়ারী ভূমি সহকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চরবানিয়ারী মৌজার ৬ একর ৮১ শতাংশ জমির সই মহরী পরচা নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে কর দাখিলা কাটতে যান বিকুল বাওয়ালী। কিন্তু পরে উপজেলা ভূমি অফিসের রেজিস্ট্রিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ওই জমি সরকারি। দাখিল করা পরচা জালিয়াতির মাধ্যমে তৈরি করা।

বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণাকে দেখানো হলে তিনি ওই সই মহরী পরচার ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাগেরহাট আরআরডিসি মো. নুর-ই-আলম সিদ্দিকীর কাছে পাঠান। মো. নুর-ই-আলম সিদ্দিকী সেটি দেখে জানান, ওই সই মহরী পরচায় তাঁর অফিসের কোনো কর্মকর্তার নামযুক্ত সিল স্বাক্ষর নেই। পরে সহকারী কমিশনার (ভূমি) চিতলমারী থানায় জানালে পুলিশ পিকুল বাওয়ালীকে আটক করে। এ ঘটনায় চরবানিয়রী ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক বিকুল বারবার খাজনা দিতে আসলে সন্দেহ হয়। তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে নিশ্চিত হন যে তাঁর কাগজপত্র জাল ও সাক্ষরগুলো নকল। তাই তাঁকে পুলিশে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত