Ajker Patrika

চার দিনব্যাপী বইমেলা চলছে ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ৪১
চার দিনব্যাপী বইমেলা চলছে  ব্রাহ্মণবাড়িয়ায়

৪ দিনব্যাপী বইমেলা চলছে ব্রাহ্মণবাড়িয়ায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে ৪ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলা বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হয় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে।

মেলা চলবে আজ রোববার পর্যন্ত। তবে শুক্রবার সন্ধ্যা থেকে বইমেলায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ প্রদর্শন করা হয়।

জেলা শহরের মেড্ডার এলাকার রয়েল বীনা নামে পুতুল নাচের দলের প্রধান হাবিবুর রহমানের নেতৃত্বে মেলায় পুতুলনাচ প্রদর্শন করা হয়। হাবিবুর রহমানের সঙ্গে মঞ্চে তবলা ও কাঁসা নিয়ে আরও দুজন। গ্রামবাংলার বিভিন্ন গান গেয়ে হাবিবুর রহমান পুতুলনাচ প্রদর্শন করেন।

বইমেলার মাঠজুড়ে দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে পুতুলনাচ দেখছেন এবং উপভোগ করছেন। সবাইকে একদৃষ্টিতে তা উপভোগ করতে দেখা গেছে। হাবিবুর রহমান গাছ কাটা, করোনার সময়ে মাস্ক ব্যবহার ও বারবার হাত পরিষ্কার রাখার ওপর পুতুলনাচ প্রদর্শন করেন। তাঁর গানে নদী, নৌকা, গ্রামীণ জনপথের বর্ণনা উঠে আসে প্রতিদিন।

জানা গেছে, শিল্পকলা একাডেমির উদ্যোগ নিয়ে মেলায় পুতুলনাচ প্রদর্শন করছে। সার্বিক সহযোগিতা করছে জেলা প্রশাসন। শিল্পকলা পুতুলনাচের জন্য তিনটি দলকে আমন্ত্রণ জানিয়েছে। হাবিবুর রহমানের রয়েল বীনা দল, খেলু মিয়ার বানী বীনা দল ও চম্পা বেগমের ঝুমুর বীনা দল। শুক্রবার প্রথম দিন হাবিবুর রহমানের রয়েল বীনা, শনিবার ও রবিবার খেলু মিয়া ও চম্পা বেগমের দল পুতুলনাচ প্রদর্শন করবে। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম লিমন জানান বইমেলা চলবে আজ রোববার পর্যন্ত। পুতুলনাচ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ দর্শনার্থী আসে বইমেলায়।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি বলেন, ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের একটি ঐতিহ্যই হলো এই পুতুলনাচ। কালের বিবর্তনে এটি আজ হারাতে বসেছে। দীর্ঘদিন পর বইমেলায় পুতুলনাচের আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত