Ajker Patrika

দিনাজপুরে দ্রুত কমছে তাপমাত্রা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৬
দিনাজপুরে দ্রুত কমছে তাপমাত্রা

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। আর সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার দিনাজপুরের তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা কমতে থাকায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। ভোরের কুয়াশা কেটে রোদ উঠলেও এর তীব্রতা নেই। উত্তরে হিমেল বাতাসের প্রভাবে বিকেলের পর থেকে জেঁকেবসছে শীত। সন্ধ্যার পর থেকে কমে যায় মানুষের চলাচল।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। আর সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে হিমেল বাতাসের প্রভাবে এ অঞ্চলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। সপ্তাহখানেকের ভেতরে এ অঞ্চলে একটি শৈত্যপ্রবাহ আসতে পারে।

জানা যায়, চলতি বছর নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় সে থেকে দিনের তাপমাত্রা কমতে থাকে। নভেম্বরের শেষ সপ্তাহে কুয়াশায় ঢেকে যায় দিনাজপুর ও আশপাশের এলাকা। ২৩ নভেম্বর সারা দেশের মধ্যে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বলে রেকর্ড করা হয়। ২৯ নভেম্বর দিনাজপুরের তাপমাত্রা কমে আসে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাতাসের গতি পরিবর্তিত হওয়ায় আবার তাপমাত্রা বাড়তে থাকে। জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় সক্রিয় হয়েছে হিমেল বায়ু। এর প্রভাবে আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। সপ্তাহখানেকের মধ্যে শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ