Ajker Patrika

আমি বড় একা হয়ে যাচ্ছি

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১১: ৩৪
আমি বড় একা হয়ে যাচ্ছি

স্বাধীনতার আগে আলম ভাই যখন সিনেমায় সংগীত পরিচালনা শুরু করেছেন, তখন থেকেই তাঁর সঙ্গে পরিচয়। একসঙ্গে কত কত গান করেছি, কখনো ওনার বাসায় বা স্টুডিওতে ওনার সামনে বসে গান তুলতাম। কখনো উনি আমার বাসায় আসতেন গান তুলে দিতে। আমাকে খুবই স্নেহ করতেন। আমার দীর্ঘ গানের জীবনে তিনিও একজন শিক্ষক। তাঁর চলে যাওয়ার খবর শোনার পর থেকে খুব কষ্ট পাচ্ছি।

ওনার সঙ্গে শেষ দেখা কয়েক মাস আগে। তাঁকে দেখে সুস্থই মনে হলো। বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে বলছিলেন। কিন্তু উনি যে এভাবে চলে যাবেন, বুঝতে পারিনি। ফোক, ক্ল্যাসিক, আধুনিকসহ নানা ধরনের গান করতেন তিনি। ওনার গানগুলোতে একদম মাটির সঙ্গে মিশে যেতে হতো। আমার গাওয়া ‘রজনীগন্ধা’ সিনেমার ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’ গানটি দিয়ে পরিচালক কামাল আহমেদের সঙ্গে আলম ভাইয়ের প্রথম কাজ। দৃশ্য শুনে প্রথমে সুর করলেন। সুরের ওপর গীতিকার মাসুদ করিম কথা লিখলেন। পরিচালক সুর শুনে বললেন, গানটি পছন্দ হয়নি।

এই সুর তিনি নেবেন না। আলম ভাই বললেন, এই সুর না নিলে আমিও গান করব না। অগত্যা পরিচালক রাজি হলেন, কিন্তু গান রেকর্ডিংয়ের দিন এলেন না। গানটি রেকর্ডের পর তিনি শুনে আলম ভাইকে জড়িয়ে ধরলেন।

আমার আর এন্ড্রু কিশোরের বেশির ভাগ দ্বৈত হিট গানের সুরকার আলম খান। এন্ড্রুকে তো তিনিই প্লেব্যাকে এনেছেন। আলাউদ্দীন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর চলে গেছেন। এবার চলে গেলেন আলম খান। আমি বড় একা হয়ে যাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...