Ajker Patrika

সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ০৬
সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে। সে সব এখন অতীত। তবে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করা অনেক সময় সহজ হলেও তা রক্ষা করা খুবই কঠিন। তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।’

মন্ত্রী গতকাল সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক, সিলেট শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতার সুফল ভোগ করছে। বিশ্বের কাছে দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সভাপতি কবীর আহমদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। সভা সঞ্চালনা করেন যুগ্ম-পরিচালক সিতাংশু শেখর রায় ও উপপরিচালক হুমায়রা জাহান রুপু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহাব্যবস্থাপক একেএম এহসান, আব্দুল হাসিব, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পক্ষে স্বাগত বক্তব্য দেন মহাব্যবস্থাপক রূপ রতন পাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত