Ajker Patrika

জাপার প্রার্থী চূড়ান্ত বিএনপি নেতারা স্বতন্ত্র

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮: ৩০
জাপার প্রার্থী চূড়ান্ত বিএনপি নেতারা স্বতন্ত্র

দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই পীরগাছায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি (জাপা), বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন।

উপজেলার আট ইউনিয়নের মধ্যে তিনটিতে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে জাপা। আর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বিএনপির ১০ প্রার্থী। এ ছাড়া জামায়াতে ইসলামীর দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।

উপজেলা জাপার সদস্য শাহ মো. রনজু মিয়া, কৈকুড়ী ইউনিয়নের সভাপতি নুর আলম মিয়া ও ইটাকুমারী ইউনিয়ন জাপার সদস্য সাইফুল ইসলাম সোহেলের মনোনয়ন চূড়ান্ত করেছে তাঁদের দল।

উপজেলা জাপা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান বলেন, ‘শক্ত প্রার্থী না থাকায় আমরা তিনটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে তাঁদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।’

অপর দিকে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন পারুল ইউনিয়নে উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইটাকুমারী ইউনিয়নে দলের সভাপতি আব্দুর রাজ্জাক, অন্নদানগর ইউনিয়নে সভাপতি মো. জিল্লুর রহমান ও বিএনপি নেতা মাহবুবার রহমান এবং ছাওলায় উপজেলা কমিটির সহসভাপতি মো. নাজির হোসেন ও ইউনিয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. নুরে আলম সিদ্দিকী।

এ ছাড়া পীরগাছা সদরে ইউনিয়ন সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, কৈকুড়ীতে সাইদুল ইসলাম ও কান্দি ইউনিয়নে আব্দুস সালাম আজাদ জুয়েল নির্বাচন করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

উপজেলা জামায়াতের আমীর বজরুল রশিদ মুকুল তাম্বুলপুরে ও কৈকুড়ীতে ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মো. শফিকুল ইসলাম মিলন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সূত্র জানিয়েছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মতিয়ার রহমান বলেন, দলীয়ভাবে কেউ নির্বাচন করবেন না। তবে স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারেন। এ জন্য সেভাবেই তাঁদের জনপ্রিয়তা অর্জন করতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর উপজেলার আট ইউপিতে ভোট হবে। এর জন্য ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা, ২০ অক্টোবর যাচাই-বাছাই এবং ২৬ অক্টোবর প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত