Ajker Patrika

রাজাকারদের বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ২৮
রাজাকারদের বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালামকে রাজাকার দাবি করে বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মোংলা উপজেলার শাখার আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলার আব্দুল হাই সড়কে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মৃধা, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। মো. আব্দুস সালামকে মোংলা-রামপালের ডাকরা এলাকায় গণহত্যার নায়ক ও বাংলাদেশের জাতীয় পতাকায় গুলি বর্ষণকারী বলে দাবি করেন তাঁরা।

বক্তারা বলেন, অনেক রাজাকার ও যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে। কিন্তু রামপাল-মোংলার কিছু রাজাকার এখনো আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ দখল করে রয়েছেন। যাঁদের কারণে দলের ত্যাগী নেতা-কর্মীরা এখন কোণঠাসা। যাঁদের মধ্যে মো. আব্দুস সালাম অন্যতম। এখন তাঁর বিচার আওয়ামী লীগ থেকে বহিষ্কার। দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে স্থানীয় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।

মোংলার ডাকরা এলাকায় গণহত্যার জন্য অভিযুক্ত আব্দুস সালাম মোংলা পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। বিভিন্ন সময় তিনি মোংলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে কথা বলার জন্য আব্দুস সালামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত