Ajker Patrika

পরীক্ষা স্থগিত হওয়ায় হতাশ শিক্ষার্থীরা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
পরীক্ষা স্থগিত হওয়ায় হতাশ শিক্ষার্থীরা

করোনা ও বন্যা পরিস্থিতির কারণে দেরিতে শুরু হওয়া এসএসসি পরীক্ষা দিনাজপুর বোর্ডে হোঁচট খেয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হয়ে গেছে গণিত, পদার্থ, কৃষি ও রসায়ন বিষয়ের পরীক্ষা। এ ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও হতাশ হয়ে পড়েছেন।

গতকাল বুধবার সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে কয়েক বছর ধরে এই সূচি বদলে গেছে। এবার ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও বন্যার কারণে তা আরও পিছিয়ে যায়।

অবশেষে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে এখন দিনাজপুর বোর্ডে স্থগিত হয়ে গেল চার বিষয়ের পরীক্ষা। এভাবে বাধা পেয়ে পরীক্ষার্থীরা তাদের মনোযোগ ধরে রাখতে পারছে না।

নীলফামারীর সৈয়দপুরের সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী সাদিয়া পারভীন বলে, ‘একবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে সেটা বন্ধ রেখে আবার প্রস্তুতি নেওয়া মনস্তাত্ত্বিক দিক থেকে কঠিন ব্যাপার।’

সৈয়দপুর আলফারুক একাডেমির পরীক্ষার্থী ইসরাত পারভীন বলে, ‘বৃহস্পতিবার গণিত বিষয়ে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু আজ (বুধবার) জানানো হলো গণিতসহ চার বিষয়ে পরীক্ষা স্থগিত হয়েছে। এটা আমাদের জন্য একটা আঘাত।’

সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আরাফাত হোসেনের বাবা ইকবাল হোসেন বলেন, ‘এর আগে জুনে পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন করে কোচিং, টিউশন ফি দিতে হয়েছে। ঠিক সময়ে পরীক্ষা হলে তো এই টাকা খরচ করতে হতো না।’

যোগাযোগ করা হলে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বোর্ড থেকে চিঠির মাধ্যমে চার বিষয়ের পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত