Ajker Patrika

অনলাইনে নেওয়া হচ্ছে ভূমি কর

প্রতিনিধি, কেরানীগঞ্জ
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪০
অনলাইনে নেওয়া হচ্ছে ভূমি কর

কেরানীগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ সেবা চালু হয়েছে। এ জন্য উপজেলার দুটি ভূমি অফিসের আওতাধীন তহসিল অফিসগুলোতে চলছে অনলাইনে ডেটা এন্ট্রির কার্যক্রম।

গতকাল সোমবার সকালে উপজেলার জিনজরা এলাকায় রোহিতপুর তহসিল অফিসে গিয়ে দেখা যায়, ভূমি মালিকদের তথ্য ও হোল্ডিং পরিচয় অনলাইনে এন্ট্রি দেওয়া হচ্ছে। রোহিতপুর তহসিল অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন এসব কর্মকাণ্ড সার্বিক পর্যবেক্ষণ করছেন।

জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অনলাইনে ডেটা এন্ট্রির কাজ করছি। ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে হলে প্রথমে ভূমি মালিকের ছবি ও আইডি কার্ড দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হয়। পরে সেই আইডিতে ডেটা ইনপুট দিতে হয়। শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে ভূমি মালিকদের সহযোগিতা প্রয়োজন।’

কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বলেন, ‘আমরা শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ জন্য প্রয়োজন উপজেলার সকল ভূমি মালিকদের তথ্য অনলাইনে এন্ট্রি করা। অনলাইনে শতভাগ তথ্য এন্ট্রি হয়ে গেলেই আমরা শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে পারব। তবে ইতিমধ্যে যাদের তথ্য এন্ট্রি হয়ে গেছে তারা অনলাইনে কর প্রদান করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত