Ajker Patrika

শ্রীপুরে টিকা পাবে ৪৫ হাজার শিক্ষার্থী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ৫০
শ্রীপুরে টিকা পাবে ৪৫ হাজার শিক্ষার্থী

গাজীপুরের শ্রীপুরে ১২ বছর থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ হাজার ৬৮৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

গতকাল শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমীন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান প্রমুখ।

এ সময় জানানো হয়, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ১০টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা বেলা সাড়ে ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

ডা. প্রণয় ভূষণ দাস জানান, শিক্ষা অফিসের প্রদত্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়া হলো। শনিবার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত