Ajker Patrika

শ্রীপুরে টিকা পাবে ৪৫ হাজার শিক্ষার্থী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ৫০
শ্রীপুরে টিকা পাবে ৪৫ হাজার শিক্ষার্থী

গাজীপুরের শ্রীপুরে ১২ বছর থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ হাজার ৬৮৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

গতকাল শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমীন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান প্রমুখ।

এ সময় জানানো হয়, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ১০টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা বেলা সাড়ে ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

ডা. প্রণয় ভূষণ দাস জানান, শিক্ষা অফিসের প্রদত্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়া হলো। শনিবার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত