Ajker Patrika

পুরোনো মগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২২, ১২: ৩৮
পুরোনো মগ

সিরামিক বা কাচের মগ যেকোনো সময় হাতল ভেঙে চা বা কফি পানের অনুপযোগী হয়ে যেতে পারে। তাই বলে সেটি ফেলে দেবেন না। সেটিও ভিন্নভাবে ব্যবহার করা যায়।

প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে
অফিস কিংবা বাসার কম্পিউটার ডেস্কের সামনে হাতল ভাঙা মগটিতে কাঁচি, স্ট্যাপলার, নেল কাটার, কলম, পেনসিল ইত্যাদি রাখতে পারেন। এতে এগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকবে না। আবার প্রয়োজনে খুঁজে পাওয়া যাবে।

পাখির জন্য খাবার
পুরোনো মগটি বারান্দার এক কোণে রেখে দিতে পারেন। আর মগের ভেতরে রাখতে পারেন পাখির জন্য খাবার, যেমন তিসি, সূর্যমুখীর বীজ, চাল ইত্যাদি। অথবা মগে পানিও রাখতে পারেন। আপনার বারান্দায় যদি গাছ থাকে তাহলে পাখিরা এসে ভিড় জমাবে। সে সময় সে খেয়ে নিতে পারবে খাবার কিংবা পানি। বাসায় যদি পাখি পোষেন তাহলে সেখানেও আপনার মগটিতে রেখে দিতে পারেন খাবার ও পানি।

ছুরিতে ধার
ফেলনা মগ দিয়েই ধার করে নিতে পারবেন ছুরি। মগের পেছনের অংশে ছুরির ধারালো অংশ ঘষে নিন। কয়েক মিনিট ঘষলেই ধারহীন ছুরিতে ধার ফিরে আসবে।

বৃত্ত আঁকতে
ধরুন ক্র্যাফট বানাচ্ছেন। সেখানে বৃত্ত আঁকার প্রয়োজন হলো। অথচ এ সময় হাতের কাছে কম্পাস নেই। চিন্তা না করে কফি মগ ব্যবহার করে বৃত্ত এঁকে নিন। তারপর ক্র্যাফটের বাকি কাজটুকু সেরে নিন।

পছন্দের গাছ
পুরোনো মগে পছন্দের গাছ, যেমন মানি প্ল্যান্ট, ইঞ্চি প্ল্যান্ট, ওরিগ্যানো ইত্যাদি লাগাতে পারেন। আপনার বাগানের একটি অংশও সাজাতে পারেন একই আকারের পুরোনো মগে গাছ লাগিয়ে।

সূত্র: এক্সপার্ট হোম টিপস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত