আনিসুল হক জুয়েল, দিনাজপুর
দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসনটি নানা কারণে সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে চারদলীয় জোটের প্রার্থী ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) তৎকালীন সভাপতি শফিউল আলম প্রধানকে পরাজিত করে চমক সৃষ্টি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিম। পরের দুই নির্বাচনেও জয় পেয়েছেন তিনি। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সব দল অংশ নিলে আওয়ামী লীগকে যেমন কঠিন লড়াইয়ে পড়তে হবে, তেমনি চ্যালেঞ্জে পড়বেন তিনবারের এমপি ইকবালুর রহিম।
জাতীয় সংসদ নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকলেও এলাকায় এখন পর্যন্ত নির্বাচন নিয়ে দলগুলোর তেমন কোনো তৎপরতা দৃশ্যমান নয়। তবে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পাশাপাশি এই আসেন আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মির্জা আশফাক আহমেদ ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন। জাতীয় পার্টি থেকে জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল ও জামায়াতে ইসলামীর হয়ে মাইনুল আলম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
ইকবালুর রহিমের তিন মেয়াদে এলাকায় বেশ কিছু উন্নয়ন হলেও তাঁকে নিয়ে আছে সমালোচনাও। দলের অভ্যন্তরীণ গ্রুপিং, শহরের রাস্তাঘাটের উন্নয়ন না হওয়া, অতিরিক্ত ইজিবাইকের কারণে যানজট সমস্যার নিরসন হয়নি। এগুলো নিয়ে এমপি ও পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের দ্বন্দ্ব এমনকি উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে। জাহাঙ্গীর বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) কাছে সারা দেশের এমপিদের সার্বিক চিত্র আছে। দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে দু-তিনটিতে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা আছে। নেত্রী যাকে মনোনয়ন দেবেন, আমরা তাঁর হয়েই কাজ করব।’
সমালোচনার বিষয়গুলো নিয়ে এমপি ইকবালুর রহিম বলেন, ‘মেয়রের অনিয়ম, অদক্ষতার কারণে পৌরসভার বরাদ্দ ২৫ কোটি টাকা ফেরত গেছে। কিন্তু তিনি পৌরসভার উন্নয়ন নয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত।’ দলের কোন্দল নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে গ্রুপিংয়ের কোনো প্রভাব পড়বে না।’
মনোনয়নপ্রত্যাশী ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বলেন, একজন এমপি অবশ্যই জন ও কর্মিবান্ধব হবেন। কিন্তু এখন দলে ত্যাগী ছাত্রনেতাদের কোনো মূল্যায়ন নেই। এর ফলে অনেকে দূরে সরে গেছেন। আবার দিনাজপুর মেডিকেল কলেজের নাম নিজের বাবার নামে পরিবর্তন করে দলকে বিতর্কের মুখে ফেলেছেন।
এদিকে নির্বাচনে অংশ নেওয়ার আগে সরকারকে হটাতে চায় বিএনপি। দলটির মনোনয়নপ্রত্যাশী মোফাজ্জল হোসেন দুলাল বলেন, নির্বাচন নিয়ে এখনই ভাবছে না বিএনপি। তা ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়াও নির্বাচনে যাবে না। এখন একটাই লক্ষ্য—সরকারকে হটিয়ে জনগণকে নিপীড়নমুক্ত করা।
বিএনপির নেতারা নির্বাচন নিয়ে নির্বিকার থাকলেও ভেতরে-ভেতরে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, রংপুর বিভাগে ২০১৮ সালের নির্বাচনে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের নিয়ে গত ১৪ মে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা শেষে তিনি সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
নির্বাচনের বিষয়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। তবে তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না।
এমপির সমালোচনা করে পৌর মেয়র বলেন, ‘উনি (এমপি) উন্নয়ন কী করেছেন তা জনগণ জানে। নামের পরিবর্তন কোনো উন্নয়ন নয়। তাঁর রাজনীতি প্রতিহিংসামূলক। এক কেজি চাল চুরির অভিযোগে মেয়রকে জেলে ঢুকতে হয়।’
দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসনটি নানা কারণে সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে চারদলীয় জোটের প্রার্থী ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) তৎকালীন সভাপতি শফিউল আলম প্রধানকে পরাজিত করে চমক সৃষ্টি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিম। পরের দুই নির্বাচনেও জয় পেয়েছেন তিনি। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সব দল অংশ নিলে আওয়ামী লীগকে যেমন কঠিন লড়াইয়ে পড়তে হবে, তেমনি চ্যালেঞ্জে পড়বেন তিনবারের এমপি ইকবালুর রহিম।
জাতীয় সংসদ নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকলেও এলাকায় এখন পর্যন্ত নির্বাচন নিয়ে দলগুলোর তেমন কোনো তৎপরতা দৃশ্যমান নয়। তবে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পাশাপাশি এই আসেন আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মির্জা আশফাক আহমেদ ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন। জাতীয় পার্টি থেকে জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল ও জামায়াতে ইসলামীর হয়ে মাইনুল আলম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
ইকবালুর রহিমের তিন মেয়াদে এলাকায় বেশ কিছু উন্নয়ন হলেও তাঁকে নিয়ে আছে সমালোচনাও। দলের অভ্যন্তরীণ গ্রুপিং, শহরের রাস্তাঘাটের উন্নয়ন না হওয়া, অতিরিক্ত ইজিবাইকের কারণে যানজট সমস্যার নিরসন হয়নি। এগুলো নিয়ে এমপি ও পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের দ্বন্দ্ব এমনকি উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে। জাহাঙ্গীর বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) কাছে সারা দেশের এমপিদের সার্বিক চিত্র আছে। দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে দু-তিনটিতে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা আছে। নেত্রী যাকে মনোনয়ন দেবেন, আমরা তাঁর হয়েই কাজ করব।’
সমালোচনার বিষয়গুলো নিয়ে এমপি ইকবালুর রহিম বলেন, ‘মেয়রের অনিয়ম, অদক্ষতার কারণে পৌরসভার বরাদ্দ ২৫ কোটি টাকা ফেরত গেছে। কিন্তু তিনি পৌরসভার উন্নয়ন নয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত।’ দলের কোন্দল নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে গ্রুপিংয়ের কোনো প্রভাব পড়বে না।’
মনোনয়নপ্রত্যাশী ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বলেন, একজন এমপি অবশ্যই জন ও কর্মিবান্ধব হবেন। কিন্তু এখন দলে ত্যাগী ছাত্রনেতাদের কোনো মূল্যায়ন নেই। এর ফলে অনেকে দূরে সরে গেছেন। আবার দিনাজপুর মেডিকেল কলেজের নাম নিজের বাবার নামে পরিবর্তন করে দলকে বিতর্কের মুখে ফেলেছেন।
এদিকে নির্বাচনে অংশ নেওয়ার আগে সরকারকে হটাতে চায় বিএনপি। দলটির মনোনয়নপ্রত্যাশী মোফাজ্জল হোসেন দুলাল বলেন, নির্বাচন নিয়ে এখনই ভাবছে না বিএনপি। তা ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়াও নির্বাচনে যাবে না। এখন একটাই লক্ষ্য—সরকারকে হটিয়ে জনগণকে নিপীড়নমুক্ত করা।
বিএনপির নেতারা নির্বাচন নিয়ে নির্বিকার থাকলেও ভেতরে-ভেতরে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, রংপুর বিভাগে ২০১৮ সালের নির্বাচনে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের নিয়ে গত ১৪ মে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা শেষে তিনি সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
নির্বাচনের বিষয়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। তবে তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না।
এমপির সমালোচনা করে পৌর মেয়র বলেন, ‘উনি (এমপি) উন্নয়ন কী করেছেন তা জনগণ জানে। নামের পরিবর্তন কোনো উন্নয়ন নয়। তাঁর রাজনীতি প্রতিহিংসামূলক। এক কেজি চাল চুরির অভিযোগে মেয়রকে জেলে ঢুকতে হয়।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪