Ajker Patrika

১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তৎপর প্রশাসন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৩৭
১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তৎপর প্রশাসন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইউপি নির্বাচনে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে উপজেলা নির্বাচন অফিস। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে বাড়তি নজর রাখছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির পাঁচটি ইউপির মধ্যে এবার নির্বাচন হচ্ছে দুটিতে। প্রথমটি দৌছড়ি, অপরটি বাইশারী। দৌছড়ি ইউপিতে নয়টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ ইউপির ভোটার সংখ্যা ৪ হাজার ৭৩১। সবচেয়ে বেশি ভোটার রয়েছে বাঁকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সেখানে ভোটার রয়েছে ৭৯৫ জন।

বাইশারী ইউপিতেও কেন্দ্র নয়টি। প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে কমিশন। এ ইউপিতে ভোটার সংখ্যা ১০ হাজার ১১২। সবচেয়ে বেশি ভোট রয়েছে ৭ নম্বর বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ কেন্দ্রে ভোট রয়েছে ২ হাজার ৫টি। পুরুষ ১ হাজার ৯ ভোট, আর মহিলা ৯৯৬টি।

উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ বলেন, নানাভাবে জানা গেছে, এবারের নির্বাচন হবে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের। কেউ দলে, কেউ বহিষ্কারে। এখানে দলমত বলে কোনো কথা নেই। এ জন্য ২ ইউপির ১৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এখানে ২ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। বাইশানীতে ৩ জন। দোছড়িতে ২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত