Ajker Patrika

শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১১: ৪৬
শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯

ঢাকার ধামরাইয়ে শিয়ালের কামড়ে এক শিশুসহ ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন দুলী বেগম (৬০), রংমালা (৪২), শাহাজুদ্দিন (৪৫), কাজলী বেগম (৬০), মনির মোল্লা (২৭), হৃদয় (৪), সোহেল (২৫), রেদুওয়ান (২২) এবং সুমন হোসেন (২৫)।

আহতদের মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এদের মধ্যে রংমালা এবং কাজলী বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে একটি শিয়াল বের হয়ে শিশু হৃদয়কে কামড়ে চলে যায়। পরদিন দুপুরের দিকে বাড়ির পাশে দুলী বেগম হাঁসের খাবার দিতে গেলে তাঁকেও শিয়াল কামড়ায়।

শিয়ালের আক্রমণের খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা মোতালিব আল মোমিন ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। আরও কোনো শিয়াল আছে কি না বা থাকলে আবারও আক্রমণ করবে কি না তা পর্যবেক্ষণ করেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘শিয়ালের আক্রমণের বিষয়টি জানার সঙ্গেসঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত