Ajker Patrika

গোপন পাপের ভয়াবহতা

আবদুল আযীয কাসেমি
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৬: ০৬
গোপন পাপের ভয়াবহতা

পাপ-পুণ্য মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। পুণ্যের অব্যাহত চর্চা মানুষকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে। অপরদিকে পাপের বিরতিহীন অভিযাত্রা মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয়। এ রকম মানুষ পরিণত হয় অমানুষে। পাপের মধ্যেও আছে নানা স্তর। গোপন, প্রকাশ্য; বড়, ছোট, জঘন্য, লঘু ইত্যাদি। সব পাপই বর্জনীয়। আল্লাহ তাআলা বলেন, ‘প্রকাশ্য-গোপন সব রকম পাপ ত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপকাজ সম্পাদন করছে শিগগিরই তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ (সুরা আনআম)

তবে গোপনে পাপ বর্তমান সময়ে খুবই প্রচলিত। বিশেষত প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে এটি মহামারি আকার ধারণ করেছে। পাশাপাশি সামাজিক নানা বিধিনিষেধ উঠে যাওয়ার ফলে এসব পাপকাজ সীমা ছাড়িয়ে যাচ্ছে। গোপন পাপের ভয়াবহতা সম্পর্কে মহানবী (সা.) কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মহানবী (সা.) বলেন, ‘আমি এমন কিছু লোকদের কথা জানি, যারা কিয়ামতের দিন শুভ্র তিহামা পাহাড়ের মতো রাশি রাশি পুণ্য নিয়ে হাজির হবে। কিন্তু আল্লাহ তাআলা সেসব বাতাসের মতো উড়িয়ে দেবেন। মনে রেখো, তারা তোমাদেরই ভাই। তোমাদেরই গোত্র-বংশের। তোমরা যেমন রাতে নামাজ পড়ো তারাও পড়ে। তবে তারা নির্জনে দেদার হারামে লিপ্ত হয়ে যায়।’ (ইবনে মাজাহ)

ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেন, ‘গোপন পাপাচার অধঃপতন ও অবনতির মৌলিক একটি কারণ। অপরদিকে গোপন ইবাদত দীনের ওপর অবিচলতার সুদৃঢ় সোপান।’ (হিসনুল মুসলিম) আলেমেরা লিখেন, গোপন পাপীর এমন পরিণতির কারণ হলো, সে মানুষের সামনে পাপ পরিহার করলেও গোপনে চরম পাপাচারে লিপ্ত হয়, যা স্পষ্ট কপটতা ও মুনাফেকি। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নেই। আল্লাহ সবকিছু দেখেন ও জানেন। নির্জনে পাপকারী ব্যক্তি যেন আল্লাহকে মানুষ থেকেও তুচ্ছ ভাবে। তাই তার শাস্তি বড়।

লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত