Ajker Patrika

গণ অধিকারের শোভাযাত্রায় হামলা, আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫: ৫৩
গণ অধিকারের শোভাযাত্রায় হামলা, আহত ৫

ময়মনসিংহে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের আনন্দ শোভাযাত্রায় ছাত্রলীগের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিষদের পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর কাঁচারীঘাট ব্রহ্মপুত্র নদের চরে এ ঘটনা ঘটে।

মহানগর গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম অভিযোগ করে বলেন, সংগঠনের আত্মপ্রকাশ হওয়ায় জেলায় একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করি। বিকেলে প্রায় এক হাজার নেতা-কর্মী নিয়ে শোভাযাত্রা নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে গাঙ্গিনারপাড়-নতুনবাজার হয়ে জয়নুল আবেদিন পার্কে গিয়ে শেষ হয়ে।

পরে সেখান থেকে ব্রহ্মপুত্র নদের চরে নেতা-কর্মীদের নিয়ে খাবারের আয়োজন চলাকালে ৪০-৫০ জন ছাত্রলীগকর্মী হামলা চালায়। এতে তিনিসহ পাঁচজন নেতা-কর্মী আহত হন। পরে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই জুলহাস বলেন, এমন কোনো ঘটনায় হাসপাতালে কেউ ভর্তি হয়েছেন কিনা জানা নেই।

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির মোবাইল ফোনে এ বিষয়ে জানতে কলা দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের আনন্দ শোভাযাত্রা করেছে। পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা হয়েছে কি না সে বিষয়ে কেউ কিছু জানায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত