Ajker Patrika

বাজারে শিয়ালের গোশত বিক্রি ক্রেতা পেতে ফেসবুকে প্রচার

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ৫৪
বাজারে শিয়ালের গোশত বিক্রি ক্রেতা পেতে ফেসবুকে প্রচার

মুরাদনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে গোশত বিক্রি করা হচ্ছে। এমনকি এর ক্রেতা পাওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোবাইল ফোন নম্বরসহ প্রচার করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে ৫০০ টাকা কেজিতে বিক্রি করেন স্থানীয় একদল যুবক। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম তাঁর ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। সেখানে শিয়ালের গোশত কাটার ছবিসহ মোবাইল ফোন নম্বরও উল্লেখ করা হয়েছে। সেই নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিয়ালের গোশত ডিফ ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলেই আপনাকে রিসিভ করা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, মাছ ধরার চল, কোঁচ বা টেঁটা দিয়ে দূর থেকে আঘাত করে শিয়াল শিকার করছেন এই সংঘবদ্ধ যুবকেরা। বাতব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের গোশত রান্না করে খেলে প্রতিকার মেলে, এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁরা গোশত বিক্রি করছেন।

উপজলায় ছোট-বড় ঝোপঝাড় কমে যাওয়ায় দিনের বেলায় প্রকাশ্যেই শিয়ালের দেখা মিলছে। এই সুযোগে শিয়াল শিকার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই বছরে শিয়ালের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে হরহামেশাই শোনা যায় শিয়ালের গোশত বিক্রির খবর। কসাইরা কোথায় গরু বা ছাগল জবাই করছেন, এর কোনো তদারক করে না উপজেলা প্রশাসন। তাই তাঁদের মধ্যে গরু বা ছাগলের গোশতের নামে শেয়ালের গোশত মিশিয়ে দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে কিছুটা আতঙ্ক দেখা দিচ্ছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম বলেন, ‘শিয়ালের গোশত রান্না করে খেলে বাতব্যথা ভালো হবে—এমন কথার কোনো ভিত্তি নেই।’

শেয়ালের গোশত বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘বন্য প্রাণী জবাই করে গোশত বিক্রি করা আইনত অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত