Ajker Patrika

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে পিটিয়ে আহত

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ০৬
বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে পিটিয়ে আহত

ভোলা সদর উপজেলায় নির্বাচনের পর থেকে সহিংসতা থামছে না। গতকাল শুক্রবার সকালেও সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান মিঠু চৌধুরীর এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে রাজাপুর ইউনিয়নের চর মনসা এলাকায় সালমান জমদ্দারের ওপর হামলা চালানো হয়। পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী মতিন চৌকিদার, বাকের চৌকিদার, রাজিব চৌকিদার, ইকবালসহ আরও ৯ থেকে ১০ জন সালমান জমদ্দারকে লাকড়ির চেলা দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

রাজাপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, ‘পরাজিত চেয়ারম্যান প্রার্থীরা সমর্থক ও কর্মীরা সালমানকে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

সালমান জমদ্দার রাজাপুর ইউনিয়নের সাবেক ছাত্র লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মৃত শাহজাহানের ছেলে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ভোলা সদর হাসপাতালেও পুলিশ পাঠানো হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত