Ajker Patrika

আ.লীগে বিদ্রোহীর ছড়াছড়ি

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০: ১৭
আ.লীগে বিদ্রোহীর ছড়াছড়ি

শরীয়তপুর সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি বলে জানা গেছে। উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ জন প্রার্থী। এর মধ্যে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রোববার (১৭ অক্টোবর) ছিল মনোনয়নপত্র জামা দেওয়ার শেষ দিন। এই দিন পর্যন্ত ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পালং ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য সুলতান মুন্সি।

তুলাসার ইউনিয়ন পরিষদে মনোনয়ন পেয়েছেন স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম।

রুদ্রকর ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ঢালী, বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবীবুর রহমান ঢালী।

আংগারীয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদ সদস্য আসমা আক্তার। এখানে বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন।

চিতলিয়ায় দলীয় মনোনয়ন ­পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ। এই ইউনিয়নে বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম হাওলাদার।

মাহমুদপুরে মনোনয়ন পেয়েছেন লিয়াকত হোসেন তালুকদার। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান ঢালী।

ডোমসার ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন মিজান মোহাম্মদ খান। এখানে বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মজিবুর রহমান।

শৌলপাড়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আলমগীর হোসেন খান। এই ইউনিয়নে বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. ভাষানী।

চন্দ্রপুরে দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম খান। এই ইউনিয়নে বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক মোল্যা।

তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘সংকটের সময় শরীরের রক্ত ও ঘাম ঝরিয়েছি। আমরা দলের মূল্যায়ন পেলাম না। এখন বাধ্য হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছি।’

রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হাবীবুর রহমান বলেন, ‘আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কিন্তু স্থানীয় রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে মনোনয়ন পাইনি। জনসাধারণের আগ্রহে বিদ্রোহী প্রার্থী হয়েছি।’

রুদ্রকর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘দলীয় মনোনয়ন পেয়েছি, জয়ীও হতে পারব।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘তৃণমূলের তালিকা থেকে বাছাই করে দলের মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করেছেন। আমরা যাঁরা দল করি, তাঁদের সকলকে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত