Ajker Patrika

ডিলারের গুদামে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৫: ১১
ডিলারের গুদামে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল

নগরীর দাড়িয়াপাড়ার একটি গুদাম থেকে সাড়ে তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার পাড়ার রসময় স্কুলের পাশে জনপ্রিয় স্টোর নামের একটি দোকানের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়। জব্দ করা তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফখরুল ইসলাম ও সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

জানা গেছে, দাঁড়িয়াপাড়য় জনপ্রিয় স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান প্রায় সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। জনপ্রিয় স্টোরির স্বত্বাধিকারী সুজন রায় রুপচাঁদা সয়াবিন তেলের ডিলার। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম প্রথমে তেল জব্দ করে স্থানীয় বাসিন্দাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে দেয়।

এসব তথ্য নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, জব্দ করা তেল আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। মজুতকারী সুজন রায়কে জরিমানা করা হয়েছে।

সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ৮ মে থেকে সিলেটে অভিযান শুরু হয়। পাঁচ দিনের অভিযানে সিলেট বিভাগের চার জেলা থেকে প্রায় সাড়ে ২৩ হাজার লিটার তেল জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত