নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নারী বন্দীদের জন্য নির্মিত কারাগার ধুয়েমুছে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। ২০২০ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর হাসপাতালসহ আটটি কারাভবন ব্যবহৃত হয়নি। নতুন করে এসব ভবন ব্যবহার-উপযোগী করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এগুলো প্রস্তুত করা হচ্ছে বলে মনে করছেন কেউ। তাঁদের মতে, সমাবেশের আগে অথবা সমাবেশের দিন বিএনপির নারী অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেত্রী ও কর্মীদের গ্রেপ্তার করে এই কারাগারে রাখা হতে পারে। কাশিমপুর দূরে হওয়ায় এই কারাগারটি প্রস্তুত করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, এ রকম কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কারাগার চালু হচ্ছে না। গত দুই বছর জনবলের অভাবে কারাগারটি চালু করা যায়নি, এখন কিছু জনবল পাওয়া যাচ্ছে, তাই চালু করা হচ্ছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে গেলে সরকার তাঁকে কারাগারে পাঠাতে বাধ্য হবে।
কারা অধিদপ্তর সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, ১ ডিসেম্বর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক আকস্মিক নারী কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দ্রুত এই কারাগারের ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশনা দেন।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের ঠিক এক সপ্তাহ আগে তথ্যমন্ত্রীর বক্তব্য ও আইজি প্রিজনের এমন নির্দেশনায় বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। বিএনপির একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, তাঁদের সমাবেশকে কেন্দ্র করে নারী নেত্রীদের গ্রেপ্তারের পাঁয়তারা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, নারী কারাগারটি দুই বছর আগে উদ্বোধন হলেও জনবলের অভাবে চালু করা যায়নি।
এখন জনবল দেওয়া হবে, তাই চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কেরানীগঞ্জের এই কারাগারে ৩০০ নারী বন্দীকে রাখার ব্যবস্থা আছে। কারাগারের ভেতরে ছয়তলা, চারতলা, দোতলা ও একতলা আটটি ভবন রয়েছে। একটি ডে-কেয়ার সেন্টার, একটি হাসপাতাল এবং সাধারণ বন্দীদের ছয়তলা একটি ভবন রয়েছে। এ ছাড়া ডিভিশন পাওয়া বন্দীদের জন্য দোতলা ভবনে সেল রয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নারী বন্দীদের জন্য নির্মিত কারাগার ধুয়েমুছে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। ২০২০ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর হাসপাতালসহ আটটি কারাভবন ব্যবহৃত হয়নি। নতুন করে এসব ভবন ব্যবহার-উপযোগী করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এগুলো প্রস্তুত করা হচ্ছে বলে মনে করছেন কেউ। তাঁদের মতে, সমাবেশের আগে অথবা সমাবেশের দিন বিএনপির নারী অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেত্রী ও কর্মীদের গ্রেপ্তার করে এই কারাগারে রাখা হতে পারে। কাশিমপুর দূরে হওয়ায় এই কারাগারটি প্রস্তুত করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, এ রকম কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কারাগার চালু হচ্ছে না। গত দুই বছর জনবলের অভাবে কারাগারটি চালু করা যায়নি, এখন কিছু জনবল পাওয়া যাচ্ছে, তাই চালু করা হচ্ছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে গেলে সরকার তাঁকে কারাগারে পাঠাতে বাধ্য হবে।
কারা অধিদপ্তর সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, ১ ডিসেম্বর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক আকস্মিক নারী কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দ্রুত এই কারাগারের ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশনা দেন।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের ঠিক এক সপ্তাহ আগে তথ্যমন্ত্রীর বক্তব্য ও আইজি প্রিজনের এমন নির্দেশনায় বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। বিএনপির একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, তাঁদের সমাবেশকে কেন্দ্র করে নারী নেত্রীদের গ্রেপ্তারের পাঁয়তারা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, নারী কারাগারটি দুই বছর আগে উদ্বোধন হলেও জনবলের অভাবে চালু করা যায়নি।
এখন জনবল দেওয়া হবে, তাই চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কেরানীগঞ্জের এই কারাগারে ৩০০ নারী বন্দীকে রাখার ব্যবস্থা আছে। কারাগারের ভেতরে ছয়তলা, চারতলা, দোতলা ও একতলা আটটি ভবন রয়েছে। একটি ডে-কেয়ার সেন্টার, একটি হাসপাতাল এবং সাধারণ বন্দীদের ছয়তলা একটি ভবন রয়েছে। এ ছাড়া ডিভিশন পাওয়া বন্দীদের জন্য দোতলা ভবনে সেল রয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪