Ajker Patrika

বামবার ১২ ব্যান্ড নিয়ে মিউজিক ফেস্ট

বামবার ১২ ব্যান্ড নিয়ে মিউজিক ফেস্ট

প্রায় ৯ বছর আগের কথা। আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এ উৎসব। আইয়ুব বাচ্চু পরলোকে পাড়ি দিয়েছেন বছর চারেক হলো। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চলতি বছর থেকে আরও বৃহৎ পরিসরে আসছে এই ব্যান্ড ফেস্ট। এ উদ্যোগের সঙ্গে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা)।

গতকাল বুধবার দুপুরে সম্পন্ন হলো বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২-এর সমঝোতা স্বাক্ষর। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। দেশসেরা ব্যান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘উল্লাসে, উচ্ছ্বাসে, তারুণ্যে—এ স্লোগান সামনে রেখে এখন থেকে বামবা-চ্যানেল আই মিউজিক ফেস্ট বৃহৎ আকার ধারণ করল।’

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, চ্যানেল আই দীর্ঘদিন ধরে আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে হিসেবে পালন করে আসছে। এই আয়োজনকে আরও বড় পরিসরে উদ্‌যাপন করার জন্য চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছে বামবা।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবছর ১ ডিসেম্বর দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট’। বামবার তালিকাভুক্ত ১২টি ব্যান্ড নিয়ে এ বছরের ২ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত