লাইছ ত্বোহা, ঢাকা
কাতার বিশ্বকাপ ফাইনালের এক দিন পরই ২৪ বছরে পা রাখবেন কিলিয়ান এমবাপ্পে। তারুণ্যের ঝান্ডা ওড়ানো ফরাসি ফরোয়ার্ডের চোখেমুখে এখনো কৈশোরের ছাপ। তবে এ বয়সেই তিনি যা পেয়েছেন, সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোও তা পাননি।
পাননি মানে? মেসি-রোনালদোভক্তরা চোখ পাকিয়ে এমন প্রশ্ন করতেই এক শব্দেই তাঁদের থামিয়ে দেওয়া সম্ভব—বিশ্বকাপ, বিশ্বকাপ। ১৯ বছর বয়সেই এমবাপ্পের সুযোগ হয়েছে আরাধ্য সোনালি শিরোপাটা উঁচিয়ে ধরার, যেটি পেতে এখনো ছুটছেন ক্যারিয়ারের গোধূলিতে এসে পৌঁছানো মেসি আর রোনালদো। এমবাপ্পে গত বিশ্বকাপে শুধুই ২৩ জনের দলে থেকে নয়, দুর্দান্ত খেলেই শিরোপার অংশীদার হয়েছেন।
আর এবার এমবাপ্পে আরও দুরন্ত। ক্ষিপ্র চিতার গতিতে যিনি ছুটছেন আর ছুটছেন। এরই মধ্যে ৪ ম্যাচে ৫ গোল করে সোনার বুটের দৌড়ে নিজেকে এগিয়ে নিয়েছেন অনেকটাই। আবারও ফ্রান্সকে স্বপ্ন দেখাচ্ছেন শিরোপা জয়ের। ১৯৬২ বিশ্বকাপের পর টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। এবার এই অচলায়তন ভাঙতে চায় ফ্রান্স। আর এই যাত্রায় দিদিয়ের দেশমের ট্রাম্পকার্ড ‘কিলার’ এমবাপ্পে।
ফরাসি ফরোয়ার্ড আবারও শিরোপা হাতে নিতে কতটা উন্মুখ, পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর তাঁর কথাতেই পরিষ্কার, ‘আমি আবার বিশ্বকাপ জিততে এখানে এসেছি। এই বিশ্বকাপই আমার ধ্যানজ্ঞান। বিশ্বকাপ জিততে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়েই এখানে এসেছি।’ সোনার বুটের দৌড়ে এগিয়ে থেকেও তাই এমবাপ্পের কাছে গুরুত্ব পাচ্ছে শিরোপা জয়, ‘আমি এখানে বিশ্বকাপ জিততে এসেছি; গোল্ডেন বল কিংবা বুট জিততে নয়।’
গত পরশু দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে কিংবদন্তি পেলে আর ইউসিবিওকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। দুই বিশ্বকাপ মিলিয়ে ১১ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের ৯ গোল। মাত্র ২৩ বছর ৩৪৯ দিন বয়সে বিশ্বকাপে ৯ গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে ২৫ বছর ২৬২ দিনে ৮ গোল করেন পেলে। ইউসিবিও করেছিলেন ২৪ বছর ১৮২ দিনে। দুই বিশ্বকাপেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে।এমবাপ্পে ছাড়িয়ে গেছেন ৫টি বিশ্বকাপ খেলে ৮ গোল করা ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানোকে রোনালদোকে
আর পাশে বসেছেন ৯ গোল করা মেসির। রোনালদো এখনো পর্যন্ত খেলেছেন ২০ আর মেসির লেগেছে ২৩ ম্যাচ। এবার বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলতে পারলে হয়তো আরও অনেক রেকর্ড নিজের করে নেবেন এমবাপ্পে। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ব্লুজদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
এমবাপ্পের প্রশংসায় যখন পুরো ফুটবলবিশ্ব, ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কথায় নতুন কিছু মনে হবে না, ‘ইতিমধ্যে তাকে দেখেছি, সে ফুটবল দিয়ে কথা বলে। মুহূর্তের মধ্যে একটা ম্যাচ বদলে দিতে পারে।’
পরিসংখ্যান বলছে, ২৪ বছর বয়সে জাতীয় দল আর ক্লাবের হয়ে মেসি-রোনালদো যা করেছেন, এমবাপ্পে তা অনেক আগেই ছাড়িয়ে গেছেন। কয়েকবার মনোনয়ন পেলেও ফরাসি ফরোয়ার্ডের অপূর্ণতা বলতে ব্যালন ডি’অর না পাওয়া। সবচেয়ে কঠিন শিরোপাই যখন ‘টিন এজে’ পেয়ে গেছেন, ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও একদিন নিশ্চয়ই ধরা দেবে।
বিশ্বকাপে এমবাপ্পে যখন নৈপুণ্য ছড়াচ্ছেন, তখন আলোচনা হচ্ছে তিনি মেসি ও রোনালদোকে ছাড়িয়ে যেতে পারবেন কি না। উত্তরটা সময়ের হাতে তুলে রাখতে হবে। তবে একটা তুলনা অবশ্যই করা যেতে পারে। ২৪ ছুঁই ছুঁই এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৬৩ ম্যাচে করেছেন ৩৩ গোল। এই বয়সে রোনালদো পর্তুগালের হয়ে ২১ গোল আর মেসি আর্জেন্টিনার হয়ে করেছিলেন ১৬ গোল। রোনালদো ২৪ বছর বয়সে ক্লাবের হয়ে করেছিলেন ১২৩ গোল আর মেসি করেন ১৮৬ গোল। আর এমবাপ্পের গোল সেখানে ২২২।
যে গতিতে ছুটছেন, কে জানে আগামী ২০ ডিসেম্বর তাঁর জন্মদিন ‘ভেরি স্পেশাল’ হয়েও যেতে পারে। ১৮ ডিসেম্বরের ফাইনালে ফ্রান্স চ্যাম্পিয়ন হলে এক দিন পরই এমবাপ্পে জন্মদিনের কেক কাটতে পারেন গর্বের হাসি নিয়ে।
কাতার বিশ্বকাপ ফাইনালের এক দিন পরই ২৪ বছরে পা রাখবেন কিলিয়ান এমবাপ্পে। তারুণ্যের ঝান্ডা ওড়ানো ফরাসি ফরোয়ার্ডের চোখেমুখে এখনো কৈশোরের ছাপ। তবে এ বয়সেই তিনি যা পেয়েছেন, সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোও তা পাননি।
পাননি মানে? মেসি-রোনালদোভক্তরা চোখ পাকিয়ে এমন প্রশ্ন করতেই এক শব্দেই তাঁদের থামিয়ে দেওয়া সম্ভব—বিশ্বকাপ, বিশ্বকাপ। ১৯ বছর বয়সেই এমবাপ্পের সুযোগ হয়েছে আরাধ্য সোনালি শিরোপাটা উঁচিয়ে ধরার, যেটি পেতে এখনো ছুটছেন ক্যারিয়ারের গোধূলিতে এসে পৌঁছানো মেসি আর রোনালদো। এমবাপ্পে গত বিশ্বকাপে শুধুই ২৩ জনের দলে থেকে নয়, দুর্দান্ত খেলেই শিরোপার অংশীদার হয়েছেন।
আর এবার এমবাপ্পে আরও দুরন্ত। ক্ষিপ্র চিতার গতিতে যিনি ছুটছেন আর ছুটছেন। এরই মধ্যে ৪ ম্যাচে ৫ গোল করে সোনার বুটের দৌড়ে নিজেকে এগিয়ে নিয়েছেন অনেকটাই। আবারও ফ্রান্সকে স্বপ্ন দেখাচ্ছেন শিরোপা জয়ের। ১৯৬২ বিশ্বকাপের পর টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। এবার এই অচলায়তন ভাঙতে চায় ফ্রান্স। আর এই যাত্রায় দিদিয়ের দেশমের ট্রাম্পকার্ড ‘কিলার’ এমবাপ্পে।
ফরাসি ফরোয়ার্ড আবারও শিরোপা হাতে নিতে কতটা উন্মুখ, পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর তাঁর কথাতেই পরিষ্কার, ‘আমি আবার বিশ্বকাপ জিততে এখানে এসেছি। এই বিশ্বকাপই আমার ধ্যানজ্ঞান। বিশ্বকাপ জিততে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়েই এখানে এসেছি।’ সোনার বুটের দৌড়ে এগিয়ে থেকেও তাই এমবাপ্পের কাছে গুরুত্ব পাচ্ছে শিরোপা জয়, ‘আমি এখানে বিশ্বকাপ জিততে এসেছি; গোল্ডেন বল কিংবা বুট জিততে নয়।’
গত পরশু দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে কিংবদন্তি পেলে আর ইউসিবিওকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। দুই বিশ্বকাপ মিলিয়ে ১১ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের ৯ গোল। মাত্র ২৩ বছর ৩৪৯ দিন বয়সে বিশ্বকাপে ৯ গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে ২৫ বছর ২৬২ দিনে ৮ গোল করেন পেলে। ইউসিবিও করেছিলেন ২৪ বছর ১৮২ দিনে। দুই বিশ্বকাপেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে।এমবাপ্পে ছাড়িয়ে গেছেন ৫টি বিশ্বকাপ খেলে ৮ গোল করা ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানোকে রোনালদোকে
আর পাশে বসেছেন ৯ গোল করা মেসির। রোনালদো এখনো পর্যন্ত খেলেছেন ২০ আর মেসির লেগেছে ২৩ ম্যাচ। এবার বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলতে পারলে হয়তো আরও অনেক রেকর্ড নিজের করে নেবেন এমবাপ্পে। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ব্লুজদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
এমবাপ্পের প্রশংসায় যখন পুরো ফুটবলবিশ্ব, ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কথায় নতুন কিছু মনে হবে না, ‘ইতিমধ্যে তাকে দেখেছি, সে ফুটবল দিয়ে কথা বলে। মুহূর্তের মধ্যে একটা ম্যাচ বদলে দিতে পারে।’
পরিসংখ্যান বলছে, ২৪ বছর বয়সে জাতীয় দল আর ক্লাবের হয়ে মেসি-রোনালদো যা করেছেন, এমবাপ্পে তা অনেক আগেই ছাড়িয়ে গেছেন। কয়েকবার মনোনয়ন পেলেও ফরাসি ফরোয়ার্ডের অপূর্ণতা বলতে ব্যালন ডি’অর না পাওয়া। সবচেয়ে কঠিন শিরোপাই যখন ‘টিন এজে’ পেয়ে গেছেন, ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও একদিন নিশ্চয়ই ধরা দেবে।
বিশ্বকাপে এমবাপ্পে যখন নৈপুণ্য ছড়াচ্ছেন, তখন আলোচনা হচ্ছে তিনি মেসি ও রোনালদোকে ছাড়িয়ে যেতে পারবেন কি না। উত্তরটা সময়ের হাতে তুলে রাখতে হবে। তবে একটা তুলনা অবশ্যই করা যেতে পারে। ২৪ ছুঁই ছুঁই এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৬৩ ম্যাচে করেছেন ৩৩ গোল। এই বয়সে রোনালদো পর্তুগালের হয়ে ২১ গোল আর মেসি আর্জেন্টিনার হয়ে করেছিলেন ১৬ গোল। রোনালদো ২৪ বছর বয়সে ক্লাবের হয়ে করেছিলেন ১২৩ গোল আর মেসি করেন ১৮৬ গোল। আর এমবাপ্পের গোল সেখানে ২২২।
যে গতিতে ছুটছেন, কে জানে আগামী ২০ ডিসেম্বর তাঁর জন্মদিন ‘ভেরি স্পেশাল’ হয়েও যেতে পারে। ১৮ ডিসেম্বরের ফাইনালে ফ্রান্স চ্যাম্পিয়ন হলে এক দিন পরই এমবাপ্পে জন্মদিনের কেক কাটতে পারেন গর্বের হাসি নিয়ে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১০ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫