Ajker Patrika

এমবাপ্পে কোথায় থামবেন

লাইছ ত্বোহা, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২০: ০৩
এমবাপ্পে কোথায় থামবেন

কাতার বিশ্বকাপ ফাইনালের এক দিন পরই ২৪ বছরে পা রাখবেন কিলিয়ান এমবাপ্পে। তারুণ্যের ঝান্ডা ওড়ানো ফরাসি ফরোয়ার্ডের চোখেমুখে এখনো কৈশোরের ছাপ। তবে এ বয়সেই তিনি যা পেয়েছেন, সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোও তা পাননি।

পাননি মানে? মেসি-রোনালদোভক্তরা চোখ পাকিয়ে এমন প্রশ্ন করতেই এক শব্দেই তাঁদের থামিয়ে দেওয়া সম্ভব—বিশ্বকাপ, বিশ্বকাপ। ১৯ বছর বয়সেই এমবাপ্পের সুযোগ হয়েছে আরাধ্য সোনালি শিরোপাটা উঁচিয়ে ধরার, যেটি পেতে এখনো ছুটছেন ক্যারিয়ারের গোধূলিতে এসে পৌঁছানো মেসি আর রোনালদো। এমবাপ্পে গত বিশ্বকাপে শুধুই ২৩ জনের দলে থেকে নয়, দুর্দান্ত খেলেই শিরোপার অংশীদার হয়েছেন।

আর এবার এমবাপ্পে আরও দুরন্ত। ক্ষিপ্র চিতার গতিতে যিনি ছুটছেন আর ছুটছেন। এরই মধ্যে ৪ ম্যাচে ৫ গোল করে সোনার বুটের দৌড়ে নিজেকে এগিয়ে নিয়েছেন অনেকটাই। আবারও ফ্রান্সকে স্বপ্ন দেখাচ্ছেন শিরোপা জয়ের। ১৯৬২ বিশ্বকাপের পর টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। এবার এই অচলায়তন ভাঙতে চায় ফ্রান্স। আর এই যাত্রায় দিদিয়ের দেশমের ট্রাম্পকার্ড ‘কিলার’ এমবাপ্পে।

ফরাসি ফরোয়ার্ড আবারও শিরোপা হাতে নিতে কতটা উন্মুখ, পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর তাঁর কথাতেই পরিষ্কার, ‘আমি আবার বিশ্বকাপ জিততে এখানে এসেছি। এই বিশ্বকাপই আমার ধ্যানজ্ঞান। বিশ্বকাপ জিততে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়েই এখানে এসেছি।’ সোনার বুটের দৌড়ে এগিয়ে থেকেও তাই এমবাপ্পের কাছে গুরুত্ব পাচ্ছে শিরোপা জয়, ‘আমি এখানে বিশ্বকাপ জিততে এসেছি; গোল্ডেন বল কিংবা বুট জিততে নয়।’

গত পরশু দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে কিংবদন্তি পেলে আর ইউসিবিওকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। দুই বিশ্বকাপ মিলিয়ে ১১ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের ৯ গোল। মাত্র ২৩ বছর ৩৪৯ দিন বয়সে বিশ্বকাপে ৯ গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে ২৫ বছর ২৬২ দিনে ৮ গোল করেন পেলে। ইউসিবিও করেছিলেন ২৪ বছর ১৮২ দিনে। দুই বিশ্বকাপেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে।এমবাপ্পে ছাড়িয়ে গেছেন ৫টি বিশ্বকাপ খেলে ৮ গোল করা ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানোকে রোনালদোকে

 আর পাশে বসেছেন ৯ গোল করা মেসির। রোনালদো এখনো পর্যন্ত খেলেছেন ২০ আর মেসির লেগেছে ২৩ ম্যাচ। এবার বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলতে পারলে হয়তো আরও অনেক রেকর্ড নিজের করে নেবেন এমবাপ্পে। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ব্লুজদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

এমবাপ্পের প্রশংসায় যখন পুরো ফুটবলবিশ্ব, ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কথায় নতুন কিছু মনে হবে না, ‘ইতিমধ্যে তাকে দেখেছি, সে ফুটবল দিয়ে কথা বলে। মুহূর্তের মধ্যে একটা ম্যাচ বদলে দিতে পারে।’

পরিসংখ্যান বলছে, ২৪ বছর বয়সে জাতীয় দল আর ক্লাবের হয়ে মেসি-রোনালদো যা করেছেন, এমবাপ্পে তা অনেক আগেই ছাড়িয়ে গেছেন। কয়েকবার মনোনয়ন পেলেও ফরাসি ফরোয়ার্ডের অপূর্ণতা বলতে ব্যালন ডি’অর না পাওয়া। সবচেয়ে কঠিন শিরোপাই যখন ‘টিন এজে’ পেয়ে গেছেন, ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও একদিন নিশ্চয়ই ধরা দেবে।

বিশ্বকাপে এমবাপ্পে যখন নৈপুণ্য ছড়াচ্ছেন, তখন আলোচনা হচ্ছে তিনি মেসি ও রোনালদোকে ছাড়িয়ে যেতে পারবেন কি না। উত্তরটা সময়ের হাতে তুলে রাখতে হবে। তবে একটা তুলনা অবশ্যই করা যেতে পারে। ২৪ ছুঁই ছুঁই এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৬৩ ম্যাচে করেছেন ৩৩ গোল। এই বয়সে রোনালদো পর্তুগালের হয়ে ২১ গোল আর মেসি আর্জেন্টিনার হয়ে করেছিলেন ১৬ গোল। রোনালদো ২৪ বছর বয়সে ক্লাবের হয়ে করেছিলেন ১২৩ গোল আর মেসি করেন ১৮৬ গোল। আর এমবাপ্পের গোল সেখানে ২২২।

যে গতিতে ছুটছেন, কে জানে আগামী ২০ ডিসেম্বর তাঁর জন্মদিন ‘ভেরি স্পেশাল’ হয়েও যেতে পারে। ১৮ ডিসেম্বরের ফাইনালে ফ্রান্স চ্যাম্পিয়ন হলে এক দিন পরই এমবাপ্পে জন্মদিনের কেক কাটতে পারেন গর্বের হাসি নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত