Ajker Patrika

ভুতুড়ে রেজিস্ট্রেশনে ভোগান্তিতে শিক্ষার্থীরা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১: ৫২
ভুতুড়ে রেজিস্ট্রেশনে ভোগান্তিতে শিক্ষার্থীরা

ফরিদপুরের নগরকান্দায় ভুতুড়ে রেজিস্ট্রেশনে ভোগান্তিতে পড়েছেন একাদশ শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। ভুক্তভোগীরা বলছে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে অনলাইনে আবেদন পাঠালে তা নাকচ করে দেয়। এবং আগেই আবেদন করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। কে বা কারা এই রেজিস্ট্রেশন করেছেন তা কারও জানা নেই।

গত ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া অনলাইনে আবেদন করার শেষ সময় ছিল ১৫ জানুয়ারি। তবে এই সময়ের মধ্যে পছন্দমতো কলেজ ও মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ হারিয়েছে অনেকে।

ভুক্তভোগী শিক্ষার্থী পূজা দেবী রায় বলে, সে ১২ জানুয়ারি অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে একটি দোকানে যায়। কিন্তু তার আবেদন গ্রহণ না করে আগেই আবেদন হয়েছে বলে স্বয়ংক্রিয় সফটওয়্যার থেকে জানিয়ে দেয়।

আরেক ভুক্তভোগী মোকলেসুর রহমান বলে, সে কলেজে ভর্তির জন্য আবেদন করতে গিয়ে দেখে আগেই তার আবেদন করা হয়ে গেছে।

নগরকান্দা বাজারের কম্পিউটার প্রশিক্ষণ ও অনলাইন সার্ভিসের মালিক মোশারফ হোসেন বলেন, কিছু শিক্ষার্থীর আবেদন করলে আগেই আবেদন করা হয়েছে জানিয়ে ম্যাসেজ এসেছে। একই কথা জানিয়েছেন কম্পিউটার ব্যবসায়ী আবু নাসের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির কোনো নীতিমালা তাঁর কাছে আসেনি। তাই এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দেবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, কী কারণে কারা এসব ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে অপরাধীদের বের করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ