Ajker Patrika

বই রেখে স্কুলশিক্ষার্থীকে টিসি দেওয়ার অভিযোগ

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪: ৩৬
বই রেখে স্কুলশিক্ষার্থীকে টিসি দেওয়ার অভিযোগ

যশোরের কেশবপুরের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রকে কোনো ধরনের কারণ জানানো ছাড়াই ছাড়পত্র (টিসি) দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর বাবা মামুন-উর রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. মাহফুজকে গত বুধবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ কোনো ধরনের কারণ জানানো ছাড়াই বই কেড়ে নিয়ে তার হাতে ছাড়পত্র ধরিয়ে দেন। এতে ওই ছাত্রের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এর আগেও প্রধান শিক্ষক বিদ্যালয়ের একাধিক ছাত্র ও অভিভাবককে কোনো ধরনের কারণ জানানো ছাড়াই ছাড়পত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ছাত্রের বাবা মামুন উর রশিদ বলেন, ‘আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে, তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ একবার সতর্ক তো করবে। কিন্তু ছেলেটিকে টিসি দেওয়ায় তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে।’

সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ‘ওই ছাত্রের বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করাসহ নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া তার আচরণে সন্তুষ্ট না হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে তাকে টিসি দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত