Ajker Patrika

‘অপশক্তিকে ঠাঁই দেওয়া হবে না ’

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮: ৪২
‘অপশক্তিকে ঠাঁই দেওয়া হবে না ’

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার দিনাজপুরে একটি বেসরকারি আই হসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের চেয়ারম্যান খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আবদুল মোতালেব সরকার, জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বকর ছিদ্দিক, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহসভাপতি সাবেক সাংসদ অ্যাডভোকেট আবদুল লতিফ প্রমুখ।

উপস্থিত ছিলেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোহাম্মদ মোসাদ্দেকুল ইজদানী, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত