Ajker Patrika

বিজয়ের মাস উপলক্ষে পতাকা শোভাযাত্রা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭
Thumbnail image

নরসিংদীতে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসের সূচনালগ্নে পতাকা প্রদক্ষিণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদীর উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। তিনি এই শোভাযাত্রার নেতৃত্ব দেন।

এ সময় জেলা প্রশাসক পতাকা শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয়ের মাসের কর্মসূচির শুভসূচনা করায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদীর সদস্যদের ধন্যবাদ জানান এবং দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাঁদের কর্মতৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত