Ajker Patrika

১২টি ইউপিতে শান্তিপূর্ণ ভোট

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭: ০১
১২টি ইউপিতে শান্তিপূর্ণ ভোট

দুই- একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বিতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। দিনভর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

এদিকে, নির্বাচনী সহিংসতায় বৈকারী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার বৈকারী ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার পোলিং এজেন্ট বের করে দেওয়ার চেষ্টাকালে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে প্রথমে ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও ৭ জনকে সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন আসাদুজ্জামান অসলে (৬০), জহির রায়হান (২২), আব্দুস সামাদ (৫০), মাসুদ গণি (২২), আবু সাইদ (২৮), আরিফ হোসেন (৩৬), গোলাম মোস্তফা (৪৮), হাফিজুল ইসলাম (৪০), মজনুর রহমান (৩৬), মনিরুল ইসলাম (৩৫), আনিসুর রহমান (৩১) ও সাইদুর রহমান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, বৈকারী ইউনিয়নের কাথন্ডা ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল জলিলের বাড়িতে হামলা করা হয়। এতে আব্দুল জলিলসহ তিনজন আহত হয়। ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়ায় পল্লিশ্রী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মুহুর্মুহু পটকা ফুটিয়ে আতঙ্ক তৈরির অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী সহিদুল ইসলামের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। বৈকারী ছাড়া বাকি ১২টি ইউনিয়নে উল্লেখ করার মত নির্বাচনী সহিংসতার খবর পাওয়া যায়নি। এর আগে সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর পর শুরু হয় ভোট গ্রহণ।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ১৩টি ইউনিয়নে ৬৪ জন চেয়ারম্যান, ৪৯১ জন সাধারণ সদস্য পদে ও ১৬০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১২৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে একজন এস. আইএর নেতৃত্বে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবি টহল দিয়েছেন। এবারের নির্বাচনে সদর উপজেলায় মোট ২ লাখ ৬৬ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ এক লাখ ৩৪ হাজার ২২৪ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪২৯ জন।

বৈকারী ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক আবুল কালাম জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে। তারপর থেকে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষা কারিবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনার কাজ। শহর উপকণ্ঠের লাবসা ইউনিয়নের তালতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই কেন্দ্রের ৫ হাজার ৩ শ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ১ শ জন ভোটার। ভোট দেওয়ার হার প্রায় ৭৮ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...