Ajker Patrika

নতুনভাবে রচনা দিদি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ১৫
নতুনভাবে রচনা দিদি

এক সিজন শেষ, আরেক সিজনের শুরু। নতুন রূপে ছোট পর্দায় ফিরছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা ব্যানার্জি। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতার জনপ্রিয় এই শোর নবম সিজন। প্রায় এক যুগ ধরে রচনার উপস্থাপনায় চলছে এই শো। সোম-শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলায় দেখা যায় ‘দিদি নম্বর ওয়ান’।

এক ভিডিও বার্তায় রচনা বলেন, ‘দিদিরা মনের খবর রাখে, পাশে থাকে সব সময়। অন্ধকারে দিদিরা আলোর পথ দেখায়। জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দে বাঁচতে শেখায়। দিদিদের এগিয়ে নিয়ে চলা বাংলার সেই দিদিরাই “দিদি নম্বর ওয়ান”।’

নতুন সিজনে নিজেকেও নতুনভাবে হাজির করবেন রচনা। এ ছাড়া, আগের সিজনের মতোই তাঁকে ঘিরে থাকবেন হার না-মানা দিদিরা। সিজন ৯-এ যোগ হবে নতুন কিছু খেলা।

২০১০-এ জি বাংলায় প্রচার শুরু হয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’। প্রথম দিন থেকেই অনুষ্ঠানের অভিনবত্ব আর রচনার সঞ্চালনা অনুষ্ঠানটি জনপ্রিয় করে তোলে। মাঝে কিছুদিনের জন্য উপস্থাপিকা বদল হয়েছিল। রচনার জায়গায় এসেছিলেন দেবশ্রী রায় ও জুন মালিয়া। দর্শকদের অনুরোধে চ্যানেল কর্তৃপক্ষ ফিরিয়ে এনেছেন রচনাকে।

অনুষ্ঠানটি এখন শুধুই সাধারণ নারীদের নয়, অনেক তারকারও প্রিয় অনুষ্ঠান। রচনা বলেন, ‘দিদিদের লড়াই আর যুদ্ধ জয়ের গল্প শুনে আমি নিজেও উদ্দীপ্ত হই। অনেক মেয়ে এই শো দেখে উৎসাহিত হয়। নতুনভাবে নিজেদের তৈরি করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত