Ajker Patrika

অপির সিনেমার পাশে জয়া

অপির সিনেমার পাশে জয়া

মিডিয়ায় অপি করিমের কয়েক বছরের সিনিয়র জয়া আহসান। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মডেলিং দিয়ে জয়ার আত্মপ্রকাশ। অন্যদিকে অপি করিম শোবিজে কাজ শুরু করেন ১৯৯৯ সালে, লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় জয়ী হয়ে। এর মধ্যে পেরিয়ে গেছে দীর্ঘ সময়। দুজনেই হয়ে উঠেছেন দেশের বিনোদন অঙ্গনের প্রধান সারির তারকা।

জয়া আহসান তাঁর অভিনয়ের উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছেন দুই বাংলায়। বলিউডেও পা রেখেছেন সম্প্রতি। অন্যদিকে অপি করিম ইদানীং নিয়মিত অভিনয় না করলেও তাঁর পর্দা উপস্থিতির প্রশংসা এখনো শোনা যায় দর্শকের মুখে। ব্যক্তিজীবনেও বেশ ভালো সম্পর্ক জয়া-অপির। একসঙ্গে বেশ কয়েকটি কাজও করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমা ও চয়নিকা চৌধুরীর ‘নির্জন স্বাক্ষর’ নাটকে তাঁদের একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি আরেকটি বিশেষ উপলক্ষে একত্র হয়েছেন জয়া-অপি।

অপি করিম প্রথমবারের মতো কাজ করছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায়। সিনেমার নাম ‘মায়ার জঞ্জাল’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি সিনেমাটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি। দুই দেশের হলেই একসঙ্গে দেখা যাবে ‘মায়ার জঞ্জাল’। কয়েক বছর আগে একই নির্মাতার ‘ভালোবাসার শহর’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন জয়া। অপি করিমের সিনেমা মুক্তির শুভক্ষণে তাই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন জয়া আহসান। ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয় না করলেও সিনেমাটির প্রচারকাজে যুক্ত হয়েছেন জয়া।

সিনেমাটির বাংলাদেশি প্রযোজক জসীম আহমেদ জানিয়েছেন, ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অপি করিমের যুক্ত হওয়া, শুটিংয়ের অভিজ্ঞতা, প্রত্যাশাসহ অনেক কিছু নিয়ে অপির মুখোমুখি হয়েছেন জয়া। সোমবার রাজধানীর একটি ক্যাফেতে বসে অপি করিমের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি ব্যবহার করা হবে ‘মায়ার জঞ্জাল’-এর প্রচারকাজে। কয়েক দিনের মধ্যেই ফেসবুক ও ইউটিউবে প্রকাশ পাবে দুই অভিনেত্রীর কথোপকথন।

‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অপি অভিনয় করেছেন সোমা চরিত্রে। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আরও আছেন ওয়াহিদা মল্লিক জলি, সোহেল মণ্ডল, ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত