Ajker Patrika

‘যোগ্য নেতাদের মূল্যায়ন করতে হবে’

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ০৬
‘যোগ্য নেতাদের   মূল্যায়ন করতে হবে’

সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত যুব সমাজ গঠনে যোগ্য নেতাদের মূল্যায়ন করতে হবে। এর ফলে দক্ষ নেতৃত্ব গড়া সম্ভব।

গতকাল বিকেলে জামিরা বাজার পিপরাইল সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

জামিরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএম এ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন।

আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস মৃণাল হাজরা ও আবু তাহের রিপন, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, আসাদুজ্জামান রিয়াজ, জলিল তালুকদার প্রমুখ্

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত