Ajker Patrika

ভেড়ামারায় শিক্ষার্থীকে হাতুড়িপেটা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ০৭
ভেড়ামারায় শিক্ষার্থীকে হাতুড়িপেটা

কুষ্টিয়ার ভেড়ামারায় পলিটেকনিক ইনস্টিটিউটের সোহানুর রহমান সিজান নামের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করেছেন দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের টেম্পো স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

আহত সোহানুর রহমান সিজান (২০) উপজেলার পূর্ব নওদাপাড়া গ্রামের বাসিন্দা এবং মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলা পরিষদে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন সিজান। স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের টেম্পো স্ট্যান্ড কাছে পৌঁছালে সাত–আটজনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে সিজানের ওপর হামলা করেন। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে সিজানের চাচা উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা বলেন, ‘সিজানকে সাত–আটজনের একটি দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে। মাথার আঘাতটা খুবই গুরুতর। কি কারণে ওর ওপর হামলা করা হয়েছে তা এ মুহূর্তে বলতে পারছি না। সিজান একটু সুস্থ হলেই হামলাকারীদের চিহ্নিত করে থানায় অভিযোগ দেওয়া হবে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত