Ajker Patrika

মন ছুঁতে পারলেন না

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৮: ৫৯
মন ছুঁতে পারলেন না

বড় পর্দায় মুখোমুখি হয়েছেন ক্যাটরিনা কাইফ ও জাহ্নবী কাপুর। শুক্রবার বলিউডে এসেছে তাঁদের নতুন দুই সিনেমা ‘ফোন ভূত’ ও ‘মিলি’।তবে সুন্দরী ‘ভূত’ ক্যাটরিনাকে যেমন দর্শকদের মনে ধরল না, তেমনি নজর কাড়তে ব্যর্থ হলেন জাহ্নবীও। বক্স অফিস রিপোর্ট বলছে, মুক্তির প্রথম দিনে ‘ফোন ভূত’ মাত্র দুই কোটি রুপির ব্যবসা করেছে। অন্যদিকে ‘মিলি’র অবস্থা আরও খারাপ। জাহ্নবী অভিনীত এ সিনেমার প্রথম দিনের আয় মাত্র ৬৫ লাখ রুপি।

‘ফোন ভূত’ সিনেমার গল্পে দেখা গেছে, ক্যাটরিনার সঙ্গে হাত মিলিয়ে ভূত ধরার ব্যবসা চালু করে সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর। ভূত ধরার ব্যবসা ফেঁদে বসা এই ত্রয়ীকে উচিত শিক্ষা দেওয়ার শপথ নেয় আত্মারাম। ভূত ধরার খেলায় কী কী সমস্যার মুখে পড়বে তারা, তা নিয়েই এগিয়েছে গল্প।

অন্যদিকে মালয়ালম সিনেমা ‘হেলেন’-এর রিমেক ‘মিলি’। এর গল্পে দেখা গেছে, মিলি নামের এক তরুণী কাজ নেয় রেস্তোরাঁয়। ভালোই কাটছিল তার দিন। হঠাৎ এক রাতে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সারা দিন ডিউটি করে ফেরার আগে কোনো এক কাজে মিলি ঢুকেছিল রেস্তোরাঁর ফ্রিজারে। বাইরে থেকে ভুল করে ফ্রিজারের দরজা লক করে দেয় কেউ। ভেতরে আটকে পড়ে মিলি। এরপর ফ্রিজারের মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রায় নিজেকে কীভাবে বাঁচাবে মিলি, তা নিয়েই এ সিনেমার গল্প।

‘ফোন ভূত’ ও ‘মিলি’ ছাড়া শুক্রবার আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে বলিউডে। হুমা কুরেশি-সোনাক্ষী সিনহার ‘ডাবল এক্সএল’। এটার আয়ের অবস্থা আরও খারাপ। প্রথম দিন মাত্র ২৫ লাখ রুপির ব্যবসা করতে পেরেছে ‘ডাবল এক্সএল’। এ তিন সিনেমা দেখতে হলে ১০ শতাংশ সিটও পূর্ণ হয়নি। তবে বক্স অফিসে হিন্দি সিনেমার বেহাল দশা হলেও কন্নড় সিনেমা ‘কানতারা’র হিন্দি ভার্সন কিন্তু ফাটিয়ে ব্যবসা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত