Ajker Patrika

সিলেটবাসী ভুলবে না কলেজছাত্র রাহাতকে

সিলেট সংবাদদাতা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭
সিলেটবাসী ভুলবে না কলেজছাত্র রাহাতকে

২০২১ সালের শেষ দিন আজ। কালের অতল গহ্বরে হারিয়ে যাবে আরও একটি বছর। এ বছর ঘটে যাওয়া অনেক ঘটনাই মনে থাকবে না কারও। কিন্তু সিলেটবাসী ভুলবে না রাহাতকে। যাঁকে কলেজ ক্যাম্পাসে খুন হতে হয়।

এ বছর সিলেটের আলোচিত ঘটনা ছিল দক্ষিণ সুরমা উপজেলার আরিফুল ইসলাম রাহাত (১৮) হত্যাকাণ্ড। ২১ অক্টোবর দক্ষিণ সুরমা সরকারি কলেজ গেটের ভেতরে খুন হন তিনি। পুরাতন তেতলি গ্রামের সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়ালেখার পাশাপাশি ছাত্রলীগের কর্মী ছিলেন রাহাত।

‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরেই তাঁকে ছুরিকাঘাত করেছিলেন বলে আদালতে জবানবন্দি দেন মামলার আসামি সাদী। তবে সাক্ষীর অভাবে ও ময়নাতদন্ত রিপোর্ট না আসায় এখনো মামলার অভিযোগপত্র তৈরি করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ অক্টোবর রাহাতের চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় সামসুদ্দোহা সাদি, তানভির ও সানির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। হত্যা মামলাটি ছায়া তদন্ত করে কুষ্টিয়া থেকে শামসুদ্দোহা সাদীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর মামলার অপর দুই আসামি তানভির ও সানি আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তানভির বর্তমানে জামিনে আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক রিপন কুমার দেব বলেন, এই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বাকি দুই আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানো হয়। তবে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আসামি তানভির ৩১ ডিসেম্বর পর্যন্ত জামিনে আছেন।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘তাঁর সহপাঠীরা দেখলাম কত আন্দোলন করলেন কিন্তু এখন কেউ সাক্ষ্য দিতে আসছেন না। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে আর কিছু সাক্ষ্য গ্রহণ শেষ হলেই মামলার অভিযোগপত্র দিয়ে দেব।’

২১ অক্টোবর চাচাতো ভাই আশরাফুল ইসলাম রাফিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে যান রাহাত। সেখান থেকে বের হওয়ার সময় দুপুর সোয়া ১২টার দিকে আরেকটি মোটরসাইকেলে এসে রাহাতকে ছুরিকাঘাত করেন সামসুদ্দোহা সাদি ও তাঁর সহযোগী তানভির। রাহাতকে হাসপাতালে নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত