Ajker Patrika

স্বেচ্ছাসেবক দলের নেতা কেনেডি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১: ০৭
স্বেচ্ছাসেবক দলের নেতা কেনেডি গ্রেপ্তার

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডিকে (৪০) পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় মহল্লার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ। এদিকে জেলা স্বেচ্ছাসেবক দল বলছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা করেছে, সেখানে উপস্থিত ছিলেন না শাহরিয়ার শামস কেনেডি।

বিএনপির নেতা-কর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির কার্যালয়ের ভেতরে সমাবেশ হচ্ছিল। বিকেল ৪টার দিকে পুলিশ কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়। এতে গ্রেপ্তারের ভয়ে দলীয় কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হন নেতা-কর্মীরা। পরে রাত ১০টার দিকে কার্যালয় থেকে বের হয় নেতা-কর্মীরা।

পরদিন ২৩ নভেম্বর বিকেলে শাহরিয়ার শামস কেনেডিসহ ৭২ জন বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে পুলিশ।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার দিন কেনেডি ঢাকায় থাকায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গত শুক্রবার রাত ৮টার দিকে শাহরিয়ার শামস কেনেডি নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত