Ajker Patrika

আচরণবিধি ভঙ্গের অভিযোগ আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১০: ১০
আচরণবিধি ভঙ্গের অভিযোগ আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউপিতে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দীন মাহমুদ সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ইউপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে কাজিরাবার ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁর সমর্থকেরা নির্বাচনী স্লোগানও দেন।

নির্বাচন কমিশনের ইউপি নির্বাচন আচরণবিধির ১৩/ক ধারা অনুযায়ী জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীর পক্ষ থেকে কোনো প্রকার মোটরসাইকেল শোভাযাত্রা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। বেতাগীতে তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৫ জুন ভোট অনুষ্ঠিত হবে। ১৯ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ হবে ২৭ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই বা প্রতীক বরাদ্দের আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এমন কাণ্ড সবাইকে অবাক করেছে।

স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় সালাউদ্দীন মাহমুদ সুমন প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত এবং প্রতিপক্ষ প্রার্থী ও ভোটারদের চাপে রাখতে তিনি এসব কর্মকাণ্ড করছেন। আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দীন মাহমুদ সুমন বলেন, ‘মনোনয়ন নিয়ে আসায় আমার কর্মীরা ভদ্রতার সঙ্গে শৃঙ্খলভাবে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। তবে আমরা প্রতীক নিয়ে কোনো ভোট চাইনি।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বার্ধক্যজনিত কারণে মারা গেলে কাজিরাবাদ ইউপিতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন ওই ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারণার কোনো সুযোগ নেই। কোনো প্রার্থীর পক্ষে মোটরসাইকেলের বহর নিয়ে প্রচার-প্রচারণা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত