Ajker Patrika

শেখ কামালের ৭৪তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১১: ২০
শেখ কামালের ৭৪তম জন্মদিন আজ

আজ ৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে ঘাতকের হামলায় নিহত হন শেখ কামাল।

শেখ কামাল সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতারবাদন বিভাগের ছাত্র ছিলেন। গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তাঁর। আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা তিনি।

আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো যথাযথ মর্যাদায় শেখ কামালের জন্মদিন পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং পৌনে ৯টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। এ ছাড়া বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।

ক্রীড়াঙ্গনের অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে। এবার শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ। এ ছাড়া পুরস্কার পাবেন ক্রীড়াবিদ: লিটন কুমার দাস (ক্রিকেট), আব্দুল্লাহ হেল বাকি (শুটিং) ও মোল্লা সাবেরা সুলতানা (ভারোত্তোলন); উদীয়মান ক্রীড়াবিদ: দিয়া সিদ্দিকী (আরচার), মোহাম্মদ শরীফুল ইসলাম (ক্রিকেট); ক্রীড়া সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম; ক্রীড়া পৃষ্ঠপোষক: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; ক্রীড়া সাংবাদিক: কাশীনাথ বসাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত