Ajker Patrika

হোসেনপুরে বিষ দিয়ে খামারের মাছ নিধন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭: ০৩
হোসেনপুরে বিষ দিয়ে খামারের মাছ নিধন

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ঢেকিয়া গ্রামে বিষ দিয়ে খামারের মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা যায়, পৌর এলাকার ঢেকিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে আলী আশরাফ বাড়ির পাশে ২৬ শতাংশ জমিতে মাছের খামার নির্মাণ করেন। গত বুধবার রাতে দুর্বৃত্তরা মধ্য রাতের দিকে বিষ ঢেলে পালিয়ে যায়। সকালে মাছ মরে ভেসে ওঠায় উৎসুক জনতার ভিড় জমে।

খামারের মালিক আলী আশরাফ বলেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ কাজ করেছে। এতে প্রায় ৭০ থেকে ৮০ মন মাছ মরে গেছে। আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্থাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরুর গোবর ব্যবহার করে ২০ দিন পর মাছ চাষ করার পরামর্শ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত