Ajker Patrika

সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫: ১৯
সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে এস এম শাহেদুল ইসলাম নামে এক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ উঠেছে। পৈতৃক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তার চেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কুরমনি গ্রামের লিটন বড়াল।

সংবাদ সম্মেলনে লিটন বড়াল বলেন, ২০১৯ সালে উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম শাহেদুল ইসলাম দুটি দলিলে তাঁর তফসিলি জমি পাওয়ার (আমমোক্তারনামা) দলিল করে দেন। দলিল দুটিতে ভুয়া ওয়ারিশ কায়েম সদনপত্র দেওয়া হয়েছে। সাব-রেজিস্ট্রারের করা ওই তঞ্জকিয় ওই দলিল নেওয়ার পর গ্রহীতা নাসিমা বেগম ও আব্দুল লতিফ খান ওই জমিতে গত ১৫ জানুয়ারি রাতে ঘর তুলে দখলে নিয়েছে।

সাব-রেজিস্ট্রার এস এম শাদেল ইসলামের শাস্তি ও ওই দলিল দুটি বাতিলের দাবি জানান তিনি।

অভিযুক্ত সাব-রেজিস্ট্রার এস এম শাহেদুল ইসলাম বলেন, কোনো দলিল করার সময় দাতা ও গ্রহীতা উভয় পক্ষই উপস্থিত থাকেন। দাতার হলফনামা ও দলিল লেখকদের তথ্যের ভিত্তিতে দলিল করা হয়। সেখানে কোনো পক্ষ ভুল তথ্য দিয়ে দলিল করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত