Ajker Patrika

স্বামী হত্যার বিচার না পেলে আত্মহত্যার হুমকি এক নারীর

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ৩৮
স্বামী হত্যার বিচার না পেলে আত্মহত্যার হুমকি এক নারীর

‘আমার স্বামীকে তিন তিন বার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ নিয়ে থানায় জিডি করা হয়েছিল। শেষমেশ তারা পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে তাকে হত্যা করেছে। হত্যা মামলা করেও এখন হুমকির মুখে আছি। হত্যাকারীরা আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। স্বামী হত্যার বিচার না পেলে আমি আত্মহত্যা করব।’

গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন লক্ষ্মীপুরের হাজেরা বেগম শান্তা নামের এক গৃহবধূ। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশায় চাপা পড়ে বেলাল হোসেনের মৃত্যু হয়। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলাল হোসেন ওই দিন আদালত থেকে বাড়ি ফিরছিলেন।

স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে হাজেরা বেগম বলেন, ‘এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। আসামিরা মামলা তুলে নিতে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বেলালের মাথা, পিঠ, হাঁটুর ওপরসহ বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।’

ঘটনার দুই দিন পর সদর মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন শান্তা। মামলার আসামিরা হলেন সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার মো. সুমন, তাঁর ভাই রিপন হোসেন, শিপন হোসেন, একই এলাকার বাসিন্দা আলী হোসেন ও চরউভূতা গ্রামের তারেক হোসেন। তাঁদের সঙ্গে আগে থেকেই পৈতৃক জমি নিয়ে বিরোধ ছিল বেলালের।

শান্তা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর মামলা হলে মরদেহ ময়নাতদন্তের নামে কাটাছেঁড়ার ভয় দেখায় আসামি পক্ষের লোকজন। পরে মরদেহ বাড়ি নিয়ে যাই। কিন্তু দাফনের আগে গোসল করানোর সময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখে আমাদের সন্দেহ হয়। আমরা থানা-পুলিশকে জানালে পুলিশ পরদিন জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করে।’

বেলাল ছিলেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতা এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। তিনি নারকেল-সুপারির ব্যবসা করতেন। ছয় ও তিন বছরের দুটি সন্তান রয়েছে তাঁর।

তবে মো. সুমন ও আলী হোসেন দাবি করেন, বেলাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এর বাইরে তাঁদের কিছুই জানা নেই। এখন সড়ক দুর্ঘটনাকে হত্যা মামলা দিয়ে তাঁদের ফাঁসানো হচ্ছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, নিহতের ময়নাতদন্ত প্রতিবেদন এবং ঘটনা তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত