ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় দানেজ আলী (৫৫) নামে এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মাঠে দানেজকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ ঘটনায় দানেজের ছেলে উজ্জ্বল ভেড়ামারা থানায় ১০ জনের নামে হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন জিয়াউল ইসলাম জিয়া (৪০), লিপন প্রামাণিক (৩২), রবিউল ইসলাম রবুল (৪৩), শাহিন প্রামাণিক (৩৬), সুজন প্রামাণিক (৩৮), শ্যামল প্রামাণিক (২৮), আছান প্রামাণিক (৪৮), শিমুল প্রামাণিক (২৬), সাগর (২৫) ও সুলতান (৩২)। তাঁরা সবাই বিলশুকা ভবানীপুর গ্রামের বাসিন্দা।
দানেজ ধরমপুর ইউনিয়নের বিলশুকা ভবানীপুর গ্রামের বাসিন্দা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা-পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিলশুকা ভবানীপুর গ্রামে জমি ও মাছ চাষ কেন্দ্র করে দানেজ আলীর সঙ্গে প্রতিবেশী জিয়াউল ইসলাম জিয়া ও তাঁর লোকজনের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েক দফা হামলা ও মামলার ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দানেজ বিলশুকা ভবানীপুর মাঠপাড়া গমের জমি দেখতে গেলে জিয়া লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন হামলাকারীদের মাঠের দিকে যেতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা গিয়ে অচেতন অবস্থায় দানেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।
নিহতের ভাই আকুব্বার হোসেন বলেন, ‘একা পেয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি জিয়া ও তাঁর লোকজন মিলে রড, হাতুড়ি এবং রামদা-হাসুয়া দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ভাইকে জখম করে। অচেতন হয়ে গেলে মৃত ভেবে ফেলে যায়।’
নিহতের ছেলে উজ্জ্বল বলেন, ‘আসামিরা খুবই বেপরোয়া। বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় তারা অবস্থান নেয়। এ কারণে এদের বিরুদ্ধে কেউ টুঁ শব্দটিও করতে পারে না। জড়িতদের গ্রেপ্তার করা হোক। বাবা হত্যার বিচার চাই।’
প্রধান আসামি জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে উজ্জ্বল ১০ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় দানেজ আলী (৫৫) নামে এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মাঠে দানেজকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ ঘটনায় দানেজের ছেলে উজ্জ্বল ভেড়ামারা থানায় ১০ জনের নামে হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন জিয়াউল ইসলাম জিয়া (৪০), লিপন প্রামাণিক (৩২), রবিউল ইসলাম রবুল (৪৩), শাহিন প্রামাণিক (৩৬), সুজন প্রামাণিক (৩৮), শ্যামল প্রামাণিক (২৮), আছান প্রামাণিক (৪৮), শিমুল প্রামাণিক (২৬), সাগর (২৫) ও সুলতান (৩২)। তাঁরা সবাই বিলশুকা ভবানীপুর গ্রামের বাসিন্দা।
দানেজ ধরমপুর ইউনিয়নের বিলশুকা ভবানীপুর গ্রামের বাসিন্দা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা-পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিলশুকা ভবানীপুর গ্রামে জমি ও মাছ চাষ কেন্দ্র করে দানেজ আলীর সঙ্গে প্রতিবেশী জিয়াউল ইসলাম জিয়া ও তাঁর লোকজনের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েক দফা হামলা ও মামলার ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দানেজ বিলশুকা ভবানীপুর মাঠপাড়া গমের জমি দেখতে গেলে জিয়া লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন হামলাকারীদের মাঠের দিকে যেতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা গিয়ে অচেতন অবস্থায় দানেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।
নিহতের ভাই আকুব্বার হোসেন বলেন, ‘একা পেয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি জিয়া ও তাঁর লোকজন মিলে রড, হাতুড়ি এবং রামদা-হাসুয়া দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ভাইকে জখম করে। অচেতন হয়ে গেলে মৃত ভেবে ফেলে যায়।’
নিহতের ছেলে উজ্জ্বল বলেন, ‘আসামিরা খুবই বেপরোয়া। বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় তারা অবস্থান নেয়। এ কারণে এদের বিরুদ্ধে কেউ টুঁ শব্দটিও করতে পারে না। জড়িতদের গ্রেপ্তার করা হোক। বাবা হত্যার বিচার চাই।’
প্রধান আসামি জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে উজ্জ্বল ১০ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫