Ajker Patrika

তিন তারকার নিজের অনুষ্ঠান

তিন তারকার নিজের অনুষ্ঠান

রাহুলের ‘পডকাস্ট উইথ এ কে রাহুল’
চিত্রনায়ক জসীমের ছেলে এ কে রাহুল গানেই নিজের ক্যারিয়ার গড়েছেন। ট্রেইনরেক ব্যান্ডের গিটারিস্ট তিনি, একই সঙ্গে পরাহ নামে আরেকটি ব্যান্ডের ড্রামার। বাংলা রক গানে এ কে রাহুল এখন পরিচিত নাম। তবে সঞ্চালক হিসেবে রাহুলের আরেকটি পরিচয় আছে। বছর তিনেক ধরে ফেসবুক ও ইউটিউবে ‘পডকাস্ট উইথ এ কে রাহুল’ নামে একটি শো করেন তিনি। মূলত গান নিয়েই আলাপ হয় তাঁর শোয়ে। রাহুলের শোয়ের একটি বিশেষত্ব হচ্ছে, দীর্ঘ সময় ধরে চলে এ শো। কোনো কোনো পর্ব তো চার ঘণ্টারও বেশি। এ পর্যন্ত তাঁর শোয়ে অতিথি হয়ে এসেছে বাংলা ব্যান্ডগুলোর অনেক পরিচিত মুখ। শিশির আহমেদ, সাকিব চৌধুরী, শেখ ইশতিয়াক, বেজবাবা সুমন, ইব্রাহিম আহমেদ কামাল, সুফি ম্যাভেরিক, আরাফাত কাজীসহ অনেকের সঙ্গেই এ শোয়ে দীর্ঘ আলাপ করেছেন এ কে রাহুল। তিনি জানিয়েছেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে এ শোর নতুন সিজন।

জনের ‘আই স্টার্টেড আ পডকাস্ট’
‘ব্ল্যাক’ ব্যান্ডের গায়ক জন কবির ছোটবেলা থেকেই মানুষের কাছে গল্প শুনতে ভালোবাসেন। সে ধারাবাহিকতায় বছর তিনেক আগে ইউটিউবে ‘আই স্টার্টেড আ পডকাস্ট’ নামে একটি শো শুরু করেন তিনি। এ অনুষ্ঠানে অতিথিরা এসে তাঁদের জীবনের নানা গল্প শোনান। আগে থেকে কোনো প্রশ্ন তৈরি করে রাখেন না জন, তাই আলাপ হয় অনেকটা অনানুষ্ঠানিক। ফলে অল্প দিনেই দর্শক পছন্দ করেছেন সঞ্চালক জনের এ পডকাস্ট। এ পর্যন্ত তিন সিজনে প্রায় ৩০টি পর্ব প্রচারিত হয়েছে। প্রথম সিজনে নোবেল, শমী কায়সার, নুহাশ হুমায়ূনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত মানুষেরা এসেছিলেন তাঁর অনুষ্ঠানে। পরবর্তী দুই সিজনে জন অতিথি হিসেবে পেয়েছেন হাবিব ওয়াহিদ, মোস্তফা সরয়ার ফারুকী, ইন্তেখাব দিনার, সাফা কবির, সালমান মুক্তাদির, মেজবাউর রহমান সুমন, শমী কায়সার, বাঁধন, মিথিলাসহ অনেককে। জন কবির বলেন, ‘সাত-আট বছর আগের একটা পরিকল্পনা থেকেই এ পডকাস্টের যাত্রা শুরু। যাঁরা শ্রোতা বা অন্য পেশার, তাঁরা গানকে কীভাবে দেখেন—এই মৌলিক আইডিয়া থেকেই শুরু করেছিলাম। এখন শোতে অন্যান্য বিষয়েও কথা হয়।’ সম্প্রতি অন্য আমি নামে আরেকটি শো শুরু করেছেন জন।  তাতে অতিথি হয়ে এসেছেন অভিনয় ও গানের অনেক তারকা।

হৃদয় খানের ‘দ্য এইচ কে শো’
ক্যারিয়ারের শুরুর দিকে ‘দ্য এইচ কে শো’ নামে একটি শো করতেন হৃদয় খান। তবে সেটা হতো এফএম রেডিওতে। এবিসি রেডিওতে প্রতি সপ্তাহে একটি করে শো করতেন হৃদয়। অনেক বছর বন্ধ থাকার পর শোটি আবার ফিরেছে। এবার রেডিওতে নয়, ইউটিউবে। আগে শুধু শোনা যেত, এবার দেখাও যাচ্ছে। সম্প্রতি ‘এইচ কে প্রোডাকশন’ নামে ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন হৃদয় খান। এ চ্যানেলেই শোটি প্রচার করছেন তিনি। হৃদয়ের পুরোনো শোয়ের নতুন ভার্সনে প্রথম অতিথি হয়েছেন হাবিব ওয়াহিদ। গত সপ্তাহে আপলোড করা হয়েছে শোয়ের প্রথম পর্ব। হৃদয় ও হাবিবের আধা ঘণ্টার আলাপে উঠে এসেছে তাঁদের ক্যারিয়ারের অনেক টুকরো ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

ফরিদপুরে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল

বেতনের টাকায় সব গাড়ি কোম্পানি, এমনকি দেশও কিনতে পারবেন ইলন মাস্ক

মাথায় হেলমেট নেই চালকের, এক লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ