Ajker Patrika

মোরেলগঞ্জে স্বাস্থ্য সেবা নিয়ে গণশুনানি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৪২
মোরেলগঞ্জে স্বাস্থ্য সেবা নিয়ে গণশুনানি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্যকেন্দ্রগুলোর ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সেবা প্রদানে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানি হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বাঁধন মানব উন্নয়ন সংস্থা’–এর আয়োজনে এবং ‘দি এশিয়া ফাউন্ডেশন’–এর অর্থায়নে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমের সভাপতিত্বে গণশুনানিতে অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, এলজিএসপির জেলা সমন্বয়কারী পার্থ প্রতিম সেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহাদ নুরুল হাসান, সদর ইউপির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, স্থানীয় বাসিন্দা মহিদুল ইসলাম, কাকলি আক্তার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত