Ajker Patrika

খেলার সময় ফাঁস লেগে শিশুর মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ২৬
খেলার সময় ফাঁস লেগে  শিশুর মৃত্যু

নেছারাবাদে খেলার সময় ফাঁস লেগে সেলিনা আক্তার বৃষ্টি নামে সাত বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জগন্নাথকাঠি গ্রাম এ ঘটনা ঘটে। ওই শিশুর মা জেসমিন বেগম ফাঁস লেগে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

জগন্নাথকাঠি গ্রামের সেলিম হোসেনের একমাত্র মেয়ে বৃষ্টি ২৩ নম্বর পূর্ব জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। জেসমিন বেগম জানান, দুপুরে মেয়েকে রেখে নিজে গোসল করতে যান। পরে তিনি গোসল সেরে বাসায় এসে বৃষ্টিকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য ডাকেন। সাড়া না পেয়ে নিজেদের কাঠের ঘরের দোতলায় গিয়ে খোঁজেন।

এ সময় খেলার জন্য কেনা ছোট শাড়ির সঙ্গে প্যাঁচানো অবস্থায় দোতলার টবে বৃষ্টিকে ঝুলতে দেখেন। জেসমিনের চিৎকারে স্বজনেরা ছুটে এসে বৃষ্টিকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোলায়মান বলেন, ‘ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত