Ajker Patrika

শেষ হলো কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৩৭
শেষ হলো কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

হাসন রাজার ‘দিলারাম’ গান দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। এই সিজনের শেষ গানটির সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। গানটিতে কণ্ঠ দিয়েছেন হামিদা বানু। তাঁর সঙ্গে ‘আমায় ধরে রাখো’ অংশটুকু গেয়েছেন অর্ণব।

দিলারাম নামে এক সুন্দরী হিন্দু যুবতীর রূপে মুগ্ধ হয়ে হাসন রাজা লিখেছিলেন দিলারাম গানটি। গতকাল সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এ সিজনের শেষ গান।

চলতি বছরের ভালোবাসা দিবসে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। প্রথম গান ছিল ‘মুড়ির টিন’। এরপর ধারাবাহিকভাবে প্রকাশ করা হয় ১২টি গান। এবারের সিজনে ‘দেওরা’, ‘কথা কইয়ো না’, ‘বনবিবি’, ‘নদীর কূল’, ‘দেওয়ানা’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে।

এর আগে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করেছিল কোক স্টুডিও বাংলা। প্রথম সিজনে প্রকাশ পেয়েছিল ১০টি গান। জানা গেছে, ইতিমধ্যে তৃতীয় সিজনের প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

ডিজিটাল জাকাত ক্যালকুলেটর ব্যবহারের বিধান

এলাকার খবর
Loading...