Ajker Patrika

জুট স্পিনার্স মিল চালুর দাবিতে অনশন

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৪
জুট স্পিনার্স মিল চালুর দাবিতে অনশন

খুলনায় ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স মিলসহ বন্ধ মিল চালু, শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ৪ ঘণ্টার অনশন করেছেন শ্রমিকেরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালন করা হয়। দুপুর ২টায় খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স. ম. রেজওয়ান আলী শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।

বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন। পরিচালনা করেন শ্রমিক নেতা মো. বাবুল হোসেন।

অনশন কর্মসূচিতে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, আমির মুন্সি, সোনালি জুট মিলের শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মো. বাবুল খান, লুৎফর রহমান, মো. বিল্লাল শেখ, বিল্লাল মোড়ল, কাশেম মুন্সি, ওবায়দুর রহমান, মোকছেদ মোল্লা, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজাম উদ্দিন, কাবিল উদ্দিন, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াহিদ মুরাদ, মো. সাইফুল ইসলাম, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, মো. কেসমত, মো. আনছার, আবু তালেব, হোসেন আলী, শাহ মনিরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, শিরোমনি হুগলি বিস্কুট কোম্পানি ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে ১৭ ডিসেম্বর রাত ৮টায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপর লাগাতার কঠিন আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত