Ajker Patrika

বিদ্যা হবেন গোয়েন্দা

বিনোদন ডেস্ক
Thumbnail image

শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশদের কাতারে নাম লেখালেন বিদ্যা বালান। এবার তাঁকে দেখা যাবে গোয়েন্দাগিরি করতে। চার বছর পর সিনেমা হলে ফিরে মগজাস্ত্রের খেল দেখিয়ে দর্শকদের চমকে দেবেন বিদ্যা। ২০১৯ সালে সিনেমা হলে সর্বশেষ মুক্তি পেয়েছিল তাঁর ‘মিশন মঙ্গল’। এরপর ওয়েব প্ল্যাটফর্মে তিনি দেখা দেন পরপর তিন সিনেমায়—‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ ও ‘জলসা’। তিনটি সিনেমাই প্রশংসিত হয়। তবে প্রেক্ষাগৃহে তাঁকে মিস করছিলেন দর্শক। নতুন সিনেমা ‘নিয়ত’ দিয়ে এই বিরতি ভাঙবেন অভিনেত্রী। গতকাল সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার শেয়ার করে বিদ্যা বালান জানিয়েছেন, আগামী ৭ জুলাই হলে মুক্তি পাবে ‘নিয়ত’।

‘নিয়ত’-এর ট্যাগলাইনে লেখা আছে, ‘যাবতীয় উদ্দেশ্য প্রকাশ পাবে। আর গোপন সত্য সবাইকে নাড়িয়ে দেবে।’ বোঝাই যাচ্ছে, রহস্য আর রোমাঞ্চের খেলা চলবে গল্পজুড়ে। টানটান উত্তেজনার এক হত্যারহস্যের গল্প নিয়ে তৈরি হয়েছে নিয়ত। এতে বিদ্যা একজন গোয়েন্দা, চরিত্রের নাম মীরা রাও। রাত বাড়লে শহরের কোটিপতিরা যেখানে মিলিত হন, তেমন এক নাইট ক্লাবে জন্মদিনের পার্টিতে একদিন হাজির হন বিদ্যা। ছোট ছোট সূত্রের জাল পেরিয়ে সেখান থেকে একটি হত্যার রহস্য ও অপরাধীদের শনাক্ত করবেন তিনি।

নিয়ত সিনেমাটি বানিয়েছেন অনু মেনন। এর আগে এ নির্মাতার ‘শকুন্তলা দেবী’ সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। তিনি ছাড়াও নিয়তে দেখা যাবে একদল নামী অভিনয়শিল্পীকে, আছেন রাম কাপুর, রাহুল বোস, নিরাজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্বিতা শর্মা, প্রাজক্তা কোলি প্রমুখ। শুটিংয়ের সময় সিনেমাটি নিয়ে বিদ্যা বলেছিলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার পড়া সবচেয়ে অনবদ্য স্ক্রিপ্ট এটি।’ চার বছর পর হলে ফিরে কতটা সাড়া জাগাতে পারেন বিদ্যা, সেটা দেখার অপেক্ষায় দর্শক। অপেক্ষায় আছেন অভিনেত্রী নিজেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত